পাতা:মানসী - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২৪৪

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
২৪২
শেষ উপহার

প্রখর প্রমোদ হতে রাখিবে শীতল ক’রে
তোমার তরুণ মুখ, রজনীর অশ্রু-’পরে
পড়ি প্রভাতের হাসি দিবে শোভা অনুপম—
বিকচ সৌন্দর্য তব করিবে সুন্দরতম।

রেড্ সী ৯ কার্তিক ১৮৯০