পাতা:মানসী - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২৫০

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
আমার সুখ

সহসা কী শুভক্ষণে   অসীম হৃদয়রাশি
দৈবে পড়ে চোখে।
দেখিতে পাও নি যদি  দেখিতে পাবে না আর,
মিছে মরি ব’কে।
আমি যা পেয়েছি তাই  সাথে নিয়ে ভেসে যাই,
কোনোখানে সীমা নাই
ও মধু মুখের।
শুধু স্বপ্ন, শুধু স্মৃতি,  তাই নিয়ে থাকি নিতি—
আর আশা নাহি রাখি
সুখের দুখের।
আমি যাহা দেখিয়াছি  আমি যাহা পাইয়াছি
এ জনম-সই—
জীবনের সব শূন্য   আমি যাহে ভরিয়াছি
তোমার তা কই!

রেড্ সী ১১ কার্তিক ১৮৯০