পাতা:মানসী - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২৬৫

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
পরিশিষ্ট
২৬৩

সাময়িক পত্রে প্রকাশ

‘মানসী’র যে কবিতাগুলি ‘ভারতী ও বালক’ পত্রিকায় প্রকাশিত, তাহার তালিকা নিম্নে দেওয়া গেল—

পৃষ্ঠা কবিতা প্রথম প্রকাশ পত্রিকায় নামান্তর
১৯ ভুলে আষাঢ় ১২৭৪ পৃ ১৬৪ এসেছি ভুলে
২৫ বিরহানন্দ জ্যৈষ্ঠ ১২৯৪ পৃ ৮৩ বিফল মিলন[১]
২৮ ক্ষণিক মিলন জ্যৈষ্ঠ ১২৯৪ পৃ ৮৩ বিফল মিলন[২]
৩০ শূন্য হৃদয়ের আকাঙ্ক্ষা শ্রাবণ ১২৭৪ পৃ ২০৩ নূতন প্রেম[৩]
৬৯ পত্র বৈশাখ ১২৯৪ পৃ ৫৬
৭৩ সিন্ধুতরঙ্গ শ্রাবণ ১২৯৪ পৃ ২০৩ মগ্ন তরী[৪]
৭৯ শ্রাবণের পত্র আশ্বিন ১২৪৪ পৃ ৩৫২ শ্রাবণে পত্র[৫]
৯৭ জীবনমধ্যাহ্ন বৈশাখ ১২৯৬ পৃ ৫৩
  1. ‘বিরহানন্দ’ কবিতায় ‘বিফল মিলন’ রচনাটির প্রথম ও দ্বিতীয় স্তবক বর্জন করিয়া অবশিষ্ট অংশ কিছু কিছু পরিবর্তনসহ গৃহীত হইয়াছে ।
  2. ‘বিফল মিলন’এর দ্বিতীয় স্তবকটির সহিত ‘ক্ষণিক মিলন’ কবিতার তৃতীয় স্তবকের যথেষ্ট মিল আছে ।
  3. ‘মানসী’তে সংকলন-কালে ‘নূতন প্রেম’এর তৃতীয় পঞ্চম ও সপ্তম স্তবক বর্জন ও অল্পস্বল্প পাঠপরিবর্তন করা হইয়াছে।
  4. ‘মানসী’র পাঠ পত্রিকায় প্রকাশিত পাঠ হইতে বহুশঃ ভিন্ন।
  5. ‘শ্রাবণের পত্র’ কবিতার সূচনায় অষ্টম ছত্রের পর সাময়িক