পাতা:মানসী - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২৬৬

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
পরিশিষ্ট

    পত্রিকায় ছিল—

    রাজছত্র ফেলো শ্যাম  এসো এই ব্রজধাম
    কলিকাতা যার নাম কিম্বা ক্যাল্‌কাটা।
    ঘুরেছিলে এইখেনে  কত রোডে কত লেনে,
    এইখেনে ফেলো এনে জুতোসুদ্ধ পা’টা।

    ঐরূপ এই গ্রন্থের ৮০ পৃষ্ঠায় নিম্ন হইতে গণনা করিলে চতুর্থ ও পঞ্চম ছত্রের অন্তরে পত্রিকায় যা ছিল—

    আষাঢ় কাহার আশে বর্ষে বর্ষে ফিরে আসে,
    নয়নের নীরে ভাসে দিবসরজনী!
    আছে ভাব, নাই ভাষা— আছে শস্য, নাই চাষা—
    আছে নস্য, নাই নাসা— এও যে তেমনি।

    ‘ছিন্নপত্র’ গ্রন্থের অষ্টম পত্রে এই কবিতাটি আছে; ‘মানসী’ হইতে বর্জিত ছত্রগুলি সেখানে বাদ পড়ে নাই।