পাতা:মানসী - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩২

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
৩০
মানসী

শূন্য হৃদয়ের আকাঙ্খা

আবার মোরে  পাগল ক’রে
দিবে কে!
হৃদয় যেন  পাষাণ-হেন
বিরাগ-ভরা বিবেকে।
আবার প্রাণে  নূতন টানে
প্রেমের নদী
পাষাণ হতে  উছল স্রোতে
বহায় যদি!
আবার দুটি  নয়নে লুটি
হৃদয় হরে নিবে কে!
আবার মোরে  পাগল করে
দিবে কে!

আবার কবে  ধরণী হবে
তরুণা!
কাহার প্রেমে  আসিবে নেমে
স্বরগ হতে করুণা!
নিশীথনভে  শুনিব কবে
গভীর গান,
যে দিকে চাব দেখিতে পাব
নবীন প্রাণ—