পাতা:মানসী - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩৩

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
শূন্য হৃদয়ের আকাঙ্খা
৩১

নূতন প্রীতি  আনিবে নিতি
কুমারী উষা অরুণা!
আবার কবে  ধরণী হবে
তরুণা!

কোথা এ মোর জীবন ডোর
বাঁধা রে।
প্রেমের ফুল  ফুটে আকুল
কোথায় কোন্ আঁধারে!
গভীরতম  বাসনা মম
কোথায় আছে!
আমার গান   আমার প্রাণ
কাহার কাছে!
কোন গগনে মেঘের কোণে
লুকায়ে কোন্ চাঁদা রে!
কোথায় মোর জীবন ডোর
বাঁধা রে!

অনেক দিন  পরানহীন
ধরণী
বসনাবৃত  খাঁচার মতো
তামসঘনবরনী।
নাই সে শাখা,  নাই সে পাখা
নাই সে পাতা—