এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
শূন্য হৃদয়ের আকাঙ্ক্ষা
৩৩
সে হাসিখানি আনিবে টানি
সবার হাসি–
গড়িবে গেহ, জাগাবে স্নেহ
জীবনরাশি।
প্রকৃতিবধূ চাহিবে মধু,
পরিবে নব আভরণ।
সে দিবে খুলি এ ঘোর ধুলি-
আবরণ।
পাগল ক’রে দিবে সে মোরে
চাহিয়া,
হৃদয়ে এলে মধুর হেসে
প্রাণের গান গাহিয়া।
আপনা থাকি ভাসিবে আঁখি
আকুল নীরে,
ঝরনা-সম জগৎ মম
ঝরিবে শিরে—
তাহার বাণী দিবে গো আনি
সকল বাণী বাহিয়া।
পাগল ক’রে দিবে সে মোরে
চাহিয়া।
৪৯ পার্ক্ স্ট্রীট
আষাঢ় ১৮৮৭