পাতা:মানসী - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৭৭

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
সিন্ধুতরঙ্গ
৭৫

অধ উর্ধ্ব এক হয়ে   ক্ষুদ্র এ খেলেনা লয়ে
খেলিবারে চায়।
দাঁড়াইয়া কর্ণধার তরীর মাথায়।

নরনারী কম্পমান   ডাকিতেছে ভগবান,
হায় ভগবান!
‘দয়া করো’ ‘দয়া করো’   উঠিছে কাতর স্বর,
রাখো রাখো প্রাণ!
কোথা সেই পুরাতন   রবি শশী তারাগণ!
কোথা আপনার ধন ধরণীর কোল!
আজন্মের স্নেহসার   কোথা সেই ঘরদ্বার—
পিশাচী এ বিমাতার হিংস্র উতরোল।
যে দিকে ফিরিয়া চাই    পরিচিত কিছু নাই,
নাই আপনার—
সহস্র করাল মুখ সহস্ৰ-আকার।

ফেটেছে তরণীতল,   সবেগে উঠিছে জল,
সিন্ধু মেলে গ্রাস।
নাই তুমি ভগবান,   নাই দয়া, নাই প্রাণ—
জড়ের বিলাস!
ভয় দেখে ভয় পায়,   শিশু কঁদে উভরায়—
নিদারুণ ‘হায় হায়’ থামিল চকিতে।
নিমেষেই ফুরাইল,   কখন জীবন ছিল
কখন জীবন গেল নারিল লখিতে।