পাতা:মানিক বন্দ্যোপাধ্যায় রচনাসমগ্র প্রথম খণ্ড.djvu/২৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bang labOOOkS. in দিবারাত্রির কাব্য S? শুনিব না, শুনব না, শুনব না। হল ? গল্প শুনবে—আমি কচি খুঁকি নই। হেরম্ব একটা চুরুট বাব করে বলল, তবে দেশলাই দে। চুবুট খাই। অশোক অভিভূত হয়ে গিয়েছিল। সে যেন ঘুম ভেঙে উঠে বলল, এ কী কাণ্ড । আপনাবা যে রীতিমতো ঝগড়া করছেন! হেরম্ব হেসে বলল, না । সুপ্রিয়াকে একটু রাগাচ্ছিলাম। ছেলেবেলায্য গল্প বলুন, গল্প বলুন বলে এত বিরক্ত করত। -- কোথায় যাচ্ছিস সুপ্রিয়া ? বান্নার ব্যবস্থা একটু দেখি ” বলে সুপ্রিয়া চলে গেল। হেব্বস্ব বলল, চটেছে। অশোক বলল, ঠাট্টা তামাশা একেবারে সইতে পারে না। একটু ইতস্তত করে যোগ দিল, সেন্স অফ হিউমাব বডো কম। হেবম্ব বলল, তাই নাকি! ওকে আমি এত ভয় কবি শুনলে আপনি হাসবেন। ওকে, কে ভয় কলে না, অশোক ? এমন একগুঁয়ে জেদি মেয়ে সংসারে নেই। একবাব যা ধরবে শেষ না দেখে ছাড়বে না। ওকে বোধ হয় মেবে ফেলা যায়। কিন্তু জেদ ছাড়ানো যায না। ঠিক। অবিকল মিলে যাচ্ছে। হেরম্ব শঙ্কিত হয়ে বলল, মিলে যাচ্ছে কী রকম ? আপনি জানেন না ? বিয়ের পাব একবছব ধরে চেষ্টা করেও ওকে কিছুতে এখানে আনতে পারিনি। শেষবার আনতে গেলে ওর কাকা বুঝি বিবক্ত হয়ে বলেছিলেন, না যাস তো আমার বাডিতে থাকতে পাবিনে। আমারও একটু অন্যান্য হয়েছিল--রাগিাবাগি আবিস্তম্ভ করে দিয়েছিলাম। যাই হোক, আমাব সঙ্গে সেই যে এল তাব।পর পাঁচ বছবের মধ্যে একদিনও ওর কাকা ওকে নিয়ে যেতে পাবেননি। বলে, যাব না বলে এসেছি, যােব কেন ? প্রথমে এখানে আসতে চাযনি জানতাম। আমিও অনেক বুঝিয়েছি। কিন্তু আসবাব সময় ফিরে যাবে না বলে এসেছিল এ খবব তো পাইনি। ছেলেমানুষ রাগোিব মাথায় কী বলেছে না বলেছে কে খেযাল করে রেখেছিল। ও যে ফিরে যাবে না প্ৰতিজ্ঞা কবে এসেছিল, ও ছাড করুব হয়তো সে কথা এখন মনেও নেই। ওব কাকা এখনও দুঃখ করে আমাকে চিঠি লেখেন। চিঠি পড়ে কঁাদে, কিন্তু একদিনেব জন্য যেতে রাজি হয় না। • হেরম্ব একটু চুপ করে থেকে বলল, আমার ধারণা ছিল, তুমিই ওকে পাঠাও না। অশোক বিমৰ্ষভাবে হাসল। বলল কাকার চিঠির যে জবাব আমাকে দিয়ে লিখিয়েছে, তাতে আপনি কেন, সকলেরই ও রকম ধারণা হবে। কথাটা প্ৰকাশ করবেন না, দাদা। ওদিকে কাকা মনে ব্যথা পাবেন, এদিকে আপনাকে বলার জন্য আমাকে টিকতে দেবে না। রাগের মাথায় মত বদলে, কাকার কাছে চললাম, তোমাব কাছে আর আসব না বলে বিদায় নিলে তো বিপদেই পড়ে যাব। তার ধারণা হচ্ছে, এতদিন পরে সুপ্রিয়ার সংস্পর্শে না এলেই সে ভালো করত। সুপ্রিয়ার কোন শিক্ষাটা বাকি আছে যে ওকে আজ নতুন কিছু শেখানো সম্ভব ? জীবনের স্তরে স্তরে সুপ্রিয়া নিজেকে সঞ্চয় করেছে, কারও অনুমতির অপেক্ষা রাখেনি, কারও পরামর্শ নেয়নি। ওর সঙ্গে আজ পেরে উঠবে কে ? ifix Sl-S