পাতা:মানিক বন্দ্যোপাধ্যায় রচনাসমগ্র প্রথম খণ্ড.djvu/৩২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bang labOOKS. in VOD SR8 মানিক রচনাসমগ্র কোরো না, আমায্য ক্ষমা কোরো। দেখ, আমি এত ছােটাে হয়ে গেছি, একটু আগে তোমাকে খাবাপ লোক মনে কৰেছিলাম। আনন্দ যে তার ঠিক কী ধরনের মানসিক অপবাধের কথা স্বীকাব করছে হেরম্ব বুঝতে পাবলি না। তার মনে হল আনন্দের কথায় সুপ্রিয়া সংক্ৰান্ত কোনো ইঙ্গিত আছে। আনন্দ না বুঝক তার ঈর্ষারই হয়তো একটা শোচনীয, বুপ। তার কথাটা স্পষ্টভাবে না বুঝে সে কিছু বলতে সাহস পেল না। একটু উদবেগের সঙ্গে জিজ্ঞাসা করল, কেন তা ভাবলে ? তা জানি না। আমার মনে হল আমাকে দেখে তোমার লোভ হয়েছিল তাই আমাকে ভুলিয়েছি, আমার ছেলেমানুষিব সুযোগ নিয়ে। হেরম্ব আশ্চর্য হযে বলল, তোমায় দেখে কার লোভ হবে না। আনন্দ ? আমারও হযেছিল। সে জন্য আমি খারাপ লোক হব কেন ? লোভ হযেছিল বলে নয, শুধু লোভ হয়েছিল বলে। আমায় দেখে তোমার শুধু লোভই হযেছিল, আব্ব কিছু হয়নি ? অর্থাৎ আমার ভালোবাস-টাসা সব মিছে ? আনন্দ মুখ তুলে তিবস্কার কবে বলল, বাগ করবে না বলে রাগ করছ যে ? বাগ কবব না, এমন কথা আমি কখনও বলিনি। আনন্দেব চোখ ছলছল করে এল। সে আবার মাথা নিচু করে বলল, ঝগড কববাব সুযোগ পেযে তুমি ছাড়তে চাইছ না। আমি গোড়াতেই বলিনি। আমি ছোটােলোক হয়ে গেছি? আমার একটা খারাপ অসুখ হলে কি তুমি এমনি করে ঝগড়া করবে ? হেরম্বের কথা সত্যসত্যই রুক্ষ হয়ে উঠেছিল। সে গলা নবম করে বলল, ঝগড়া করিনি, আনন্দ । তুমি আমার সম্বন্ধে যা ভেবেছ তাতেও আমি রাগ করিনি। তুমি নিজেকে কী যেন একটা ঠাওরে নিয়েছ, আমাৰ বাগেব কাবণ তাই। তুমি কী ভাব তুমি মানুষ নও, স্বগের দেবীপ। কখনও খাবাপ চিন্তা তোমার মনে আসবে না ? মানুষের মনে হীনতা আসে, মানুষ সে জন্য আত্মগ্লানি ভোগ করে, কিন্তু এই তুচ্ছ সাময়িক ব্যাপারে তোমার মতো বিচলিত কেউ হয় না। আনন্দ বিবৰ্ণ মুখে বলল, আমার কী ভয়ানক কষ্ট হচ্ছে যদি জানতে— জানি। হওযা কিন্তু উচিত নয। আজ তুমি একবার আমাকে বললে তোমাব ভয় হচ্ছে, আমাদেব ভালোবাসা বুঝি মবেই গেল।—এখন বলছি আমি তোমাকে লোভ করেছি, ভালোবাসিনি। এ সব চিত্তচাঞ্চল্য আনন্দ, বিচলিত হয়ে এ সমস্তকে প্রশ্রয় দিতে নেই। আনন্দ আবার মুখ তুলেছিল, তার তাকাবাব ভঙ্গি দেখে হেরম্বের মন উদবেগে ভরে গেল। আনন্দ যেন তাকে চিনছে, আনন্দের দামি দামি ভুল যেন ভেঙে যাচ্ছে একে একে, তার বিস্ময়ের, বেদনার সীমা নেই। হেরম্ব নিজের ভুল বুঝে সািভয়ে স্তব্ধ হয়ে গেল। তাব কী মাথা খাবাপ হয়ে গেছে? এ কথা তাব স্মরণ নেই যে, তার মতো আনন্দ আজ বাইরের পৃথিবীতে বেড়াতে যায়নি, পবম সহিষ্ণুতায়-আলো ও অন্ধকারের যে সমন্বয় নিজের মধ্যে করে নিয়ে পৃথিবীর মানুষ ধৈর্য ধরে থাকে আনন্দের কাছে সে সহিষ্ণুতার নাম পরাজয় ? সুপ্রিয়ার আবির্ভাবের আগে সে নিজে কী মন নিয়ে এখানে দিন কাটাচ্ছিল হেরম্বের সে কথা মনে পড়ে। এখানে আসবার আগে মনের সেই উদাত্ত উধৰ্ব্বগ অবস্থা তার কল্পনাতীত ছিল।--কী সেই বিপুল এক পিপাসা-প্ৰশান্ত, নিবিড়, অনির্বচনীয়। এইখানে গৃহকোণে বসে সমগ্র অভিজাত মনোধর্মের বিরাট সমন্বয়ে চেতনার সেই অনাবিল নিরবচ্ছিন্ন পুলক-স্পন্দন, বিশ্বের একপ্রান্তের ভাঙা কুটির থেকে অন্যপ্রান্তের রাজপ্রাসাদ পর্যন্ত প্রসারিত হ্রদয়ে নিখিল হ্রদায়ের জীবনোৎসব-অনন্ত, উদার উপলব্ধির মেলা! সেই মনে ছোটাে স্নেহ, ছোটো