পাতা:মানিক বন্দ্যোপাধ্যায় রচনাসমগ্র প্রথম খণ্ড.djvu/৩৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bang labOOOkS. in পুতুলনাচের ইতিকথা SSR মতির বুকের ভিতর সিরসির করে। কুসুম মনে মনে অধীর হইয়া ভাবে, বল না লক্ষ্মীছড়ি, রাগ করিনি!! মুখ ফুটে ও কথাটা তুই আর বলতে পারিস না ? ধন্যি প্ৰাণ তোর! রাত তিনটা অবধি যাত্রা শুনিয়া আসিয়া ঘুম ভাঙিতে পরদিন সকলেরই বেলা হয়। হয় না। শুধু শশী আর পরানের। যামিনী কবিরাজের বউ রোগের বিপজ্ঞজনক অবস্থায় উপনীত হইয়াছে। সকাল সকাল উঠিয়া স্নান করিয়া শশী তাহার কাছে যায়। পর্যানের ক-বিঘা জমিব ফসল অবিলম্বে ঘরে না তুলিলেই নয়। নিজে উপস্থিত না থাকিলে সাতাশটা খেজুরগাছের রসও তাহার অর্ধেক চুরি হইয়া যাইবে । তালগাছ ছাড়া আব্ব কোনো গাছ পরান এবার জমা দেয় নাই। এবার সে নিজেই খেজুর রস জ্বাল দিযা গুড় করিবে। ডাঙা জমিতে এবার সে কিছু মুলারও চাষ করিবে স্থির করিয়াছে। শশী৷ বলিযাছে, জমিতে হাড়েব সার দিলে মূলা ভালো হয়। দশ সেরা গুড়া হাড় পরান পরীক্ষার জন্য আনাইয়া লইয়াছে। এখনও জমিতে দেওয়া হয় নাই। পর্যানের অনেক কাজ। দুপুরে কুমুদ শশীব বাড়িতে আসিল। শশী বাড়ি ছিল না। গোপাল জানিয়াছে কুমুদ যাত্রা করে। কুমুদকে সে বাড়ির বেড়া পার হইতে দিল না। বাহিরের ঘরে বসাইয়া রাখিল। দাবা খেলতে পাব হে ? ]gg3 = । গোপাল তখন বাডিল মধ্যে গেল ঘুমাইতে। কুমুদ, গতরাত্রের হাজাবা নরনারীর হৃদয়জয়ী কুমুদ, নিজেকে পরিত্যক্ত বন্ধহীন মনে কবিয়া গেল তালপুকুরের ধারে। সেখানে তাহার বন্ধু জুটিল মতি। মতি কি মাঝে মাঝে তালপুকুরে কবিত্ব কবিতে আসে ? নিঝুম দুপুবের অলস প্রহরগুলি ঘৰে কি তাহার কাটে না ? কে বলিবে । আজ কিন্তু সে বিশেষ দরকারেই তালপুকুরে আসিয়াছিল। পুকুরপাড়ে কাল সে ক্যানের একটা মাকড়ি হারাইয়াছে। যাত্ৰা দেখার উৎসাহে কাল খেযাল থাকে নাই। আজ স্নানের সময় কানো হাত পড়িতে,-ওমা, মাকড়ি কোথায়? ভয়ে কথাটা সে কাহাকেও বলে নাই । দুপুরে সকলে ঘুমাইলে চুপিচুপি খুজিতে আসিয়াছে। রুপা নয়, তােমা নয়, সোনার মাকড়ি। কী হইবে ? মাকড়ি মতি পাইল না। পাইল কুমুদকে। উভয় পক্ষই কৃতাৰ্থ হইয়া গেল। কুমুদ এ জগতেব রক্তমাংসের মানুষ নয, বুপকথার রাজপুত্র, মহাতেজা, মহাবীৰ্যবান, মহা-মহা প্রেমিক। হ্যা, কুমুদ মাটির পৃথিবীর কেহ নয়। পুথিবীর সেরা লোক শশী ; কুমুদ শশীর মতোও নয়। ছােটােবাবুর কথা মতি কি না জানে? ছােটােবাবু কী খাইতে ভালোবাসে তা পর্যন্ত। কুমুদ কী খায় কে তার খবর রাখে? শার্ট পরা কুমুদ হইল রাজপুত্ৰ প্ৰবীর। শশী কে ? কী খুঁজছ খুঁকি ? মতি বলে। বলিতে মতির ভালো লাগে। সোনার মাকড়ি হারানো যেন বাহাদুরি কাজ। বলে, বাড়িতে জানলে মেরে ফেলবে। afi মেরে ফেলবে? বাড়িতে তোমাকে খুব মারে নাকি ? এমনি মারে না। দামি জিনিস হারালে মারে। আজ আপনি কী সাজবেন ? রাবণ। কুমুদ হাসে। হাঁ, রাবণ বইকী রাবণ তো দেখতে বিশ্ৰী ? কুমুদ খুশি হইয়া বলে, লক্ষ্মণ সািজব।