পাতা:মানিক বন্দ্যোপাধ্যায় রচনাসমগ্র প্রথম খণ্ড.djvu/৩৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bang labOOOkS. in পুতুলনাচের ইতিকথা VST) dS ব্যাগটা হাতে কবিতে শশী লজা বোধ করিল। কত আছে ? কে জানে কত আছে। গুনে দ্যাখ। তারপর একদিন পুকুর, ডোবা, জঙ্গলভরা গাওদিয়া গ্রামে কুমুদের আত্ম-নির্বাসনের কারণটা ER (F শশী বিবৰ্ণ হইয়া বলিল, এ সব তুই কী বলছিস কুমুদ, মতিকে বিয়ে করবি? ওইটুকু মেয়ে! কুমুদ বলিল, বিশেষ ছোটাে নয়। তাছাড়া, ছোটােই ভালো। বিয়েই যদি করব, ধাড়ি মেয়ে বিযে করব কোন দুঃখে ? শশীর রাগ হইতেছিল। কেমন একটা জ্বালাও সে বোধ করিতেছিল, বলিল, তুই তবে এই জন্য এসেছিলি কুমুদ বন্ধুর বাড়ি, বিশ্রামের ছল করে ? কুমুদ বিস্মিত হইযা বলিল, বিচলিত হয়ে পড়লি যে শশী তুই ? খুব কি একটা অন্যায় কাজ করতে বসেছি আমি ? ছন্নছাড়াবা মতো ভেসে ভেসে বেডাচ্ছিলাম,-বিয়ে করে সংসারী হব। এতে তোর খুশি হওয়াই তো উচিত। বাংলাদেশে তুই আর মেয়ে পেলি না ? কেন, মতি কী দোষ করেছে ? ওইটুকু একটা মুখু্য গোযো মেয়ে! কুমুদ একটু হাসিল, তুই যে কার দিকে টানছিস বুঝে উঠতে পাবছি না। শশী। মতি মুখু গেয়ো মেযে বটে, আমিও তো যাত্রার দলের সঙ! কুমুদেব হাসি দেখিযা শশী আরও বাগিয়া গেল। এ জগতে কিছুই যেন কুমুদের কাছে গুরুতব নয়, যখন যা খেযাল জাগে খেলার ছলেই যেন তা করিয়া ফেলা যায়, জীবনে যেন মানুষের নিযম নাই, বাঁচিবার রীতি নাই। মনের রাগ চাপিয়া বিচারকের রায় দেওয়ার ভঙ্গিতে শশী বলিল, এ সব দুৰ্বদ্ধি ছেড়ে দে কুমুদ, যাত্ৰাদলের সঙ সেজে থাকতে তোকে কে বলেছে? সরস্বতী অপেরায় ঢুকে আর কােজ নেই, ফিরে যা তোর কাকার কাছে। কাকার তোর অত বডো মাইকাব কারবার, একটা ভালোরকম কাজ তোকে তিনি দিতে পারবেন না ? তখন সমান ঘরের কত ভালো ভালো মেয়ে পাবি, তোর উপযুক্ত সঙ্গিনী হতে পারবে। খেয়ালের বশে একটা গোযো মেয়েকে বিয়ে কবে কেন জ্বলে মরবি আজীবন ? কুমুদ বলিল, কাকার দুটাে গ্রেট ডেন কুকুর আছে জানিস? শশী অবাক হইয়া বলিল, না। কাকার বাড়ির গেটের ভেতরে ঢুকলে কুকুর দুটাে তিনি লেলিয়ে দেবেন। কথা হইতেছিল শশীর ঘরে,--সন্ধার পর। ঘরে সাত টাকা দামের একটা টেবিল ল্যাম্প জ্বলিতেছিল। এত আলোতে পরস্পরেব মুখের দিকে চাহিতে তাদের যেন কষ্ট হইতে লাগিল। রাগ শশীর মনে বেশিক্ষণ টেকে না। খানিক চুপ করিয়া থাকিয়া সে বলিল, মতিকে তোর ভালো লাগল কুমুদ! বিশ্বাস হতে চায় না। প্রথমে আমারও হয়নি। সেবার যখন চলে গেলাম, কে জানত ওর জনো আবার ফিরে আসতে श्रद ! তারপর কুমুদ তালপুকুরের পাড়ে অবোধ গ্ৰাম্য বালিকার সঙ্গে তার ভালোবাসার জন্ম-ইতিহাস ধীরে ধীরে শশীকে শুনাইয়া দিল। অতটুকু মেয়ে মতি, তার যে এমন একটি মন থাকিতে পারে