পাতা:মামলার ফল-রবি রায়.djvu/১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

} • ख । মামলার ফল আরে না, না, আপনি হলেন আমাদের ইউনিয়ন বোর্ডের প্রেসিডেণ্ট— গোটা একটা পরগনার— চৌধুরী। তবু ভুলভ্রান্তিও তো হতে পারে। তাই তোমাকেও আমার সঙ্গে

  • ष्ट्र ।

শিৰু। फ्र्ख् । রাখলুম। হ্যা, যে কথা বলছিলুম-শিবু, শম্ভু—তোমরা দুভায়ে যার যার পরিবার নিয়ে যে যে ঘরে আছ, সে সেই ঘর নিয়েই তোমরা থাকবে । ছুপাশেই যথেষ্ট ফাকা জায়গা রইল—ভবিষ্যতে যদি মনে করে কারো অকুলান হয়, তা হলে আবার নতুন ঘর তুলে নিতে পারবে । না কি বল দত্তজা ? হ্যা, তা বৈকি ? ধরুন ছেলেপুলে বড় হল, কি তাদের বিয়েসাদি হল, তা হলে তো ঘরের অকুলান হবেই। অবশু শিবুর আমাদের ছেলেপূলে নেই। কিন্তু শঙ্কুর, কি বলে, বাচ্চাকাচ্চার সংসার— আঞ্জে হ্যা, তা তো বটেই। তবে আপনাদের ছিচরণের আশীৰ্ব্বাদে হয়ে যাবে আর একখানা ঘর। আর তা ছাড ধরুন—বড ছেলেটা তো গায়ে পায়ে সা একটা জোয়ান হয়ে উঠেছেই, সেই বা না কোন ছদশ ট্যাকা রোজগার করবে— অমন কম্মটি করিসনে শস্তৃ। দুটো পয়সার নোভে গয়ারামের পড়া নেখাটা এখনই ছাড়াসনে । ও ওদের বাপছেলের কথায় তোমার আর না থাকাই ভাল শিবু, কি দরকার । পৃথগল্পই যখন হয়ে গেলে— চৌধুরী। দত্তজাতো ভাল কথাই বলেছে শিবু এখন থেকে এবার একটু বুঝে निबू। नडू । সম্ঝে চোলো। পরের কথায় আর তুমি থেকে না । জাঙ্গে এ বিচার আপনার ঠিক হলোনি চৌধুরী মশাই। নিজের মায়ের পেটের ভাই, তার এটুটা হিত-অহিত— থাক, ভোমারে আর আমার হিত-জহিত নিয়ে মাথা ঘামাতি হবে নে। ভূমি ষে জামার তিকারী কত, তা আর জানতি বাকি নেই কারো।