পাতা:মামলার ফল-রবি রায়.djvu/২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিৰু।

  • ष्ट्र ।

दिउँोच्न झुष्ट >} মিছে কথা বলিস্নে শতু, মুখ দে’ রক্ত উঠবে তোর। তুই নেহাৎ নেমকহারাম তাই। নইলে— ভাল হবে না বলতেছি দাদা ! নেমকহারাম আমি, না—তুমি নিজে । চৌধুরী। আহা শম্ভু ! শিবু শত হলেও তো বড় ভাই তোমার।

  • ष्ट्र ।
  • ष्ट्र ।

শিবু । श्रृंख । नष्ट्र । আজ্ঞে বড় ভাই বলেই তো এতটাকাল চুপ করি ছিন্থ। নইলে বিবেচনা করুন—বাপের এজমালি সম্পত্তির দেখ ভাল তো এতটা কাল তুমিই করি এয়েছ—ধান বিক্রি, পাট বিক্রি, ডাব বিক্রি, যাখন যা ইচ্ছে তুমি ত্যাখন তাই করেছ। কোনদিন কি হিসেবপত্তর দেখিয়েছ, না হাতে ধরি কোন দিন দুটো ট্যাক আমারে দিয়েছ ? তা বেচাকেন না করলি এত বড় সম্পারটা এতকাল চলল কি করি বলেন তো চৌধুরী মশাই। আরে পাঠা, হিসেব ফে’চাইতেছিল, এতটুকু তোর আকেল হলনি যে, খাওয়ার মুখ তোরই বা কটা আর আমারই বা কটা ? ঐ, মনের মধ্যি ঐ জিলিপির প্যাচ আছে বলেই তো, তোমার ট্যাকা খাবার জন্তি সম্পারে আর কেউ এলোনি তোমার। খবরদার বলতেছি শঙ্কু, মুখ সামলে কথা বলবি। নইলে তোর জিত আমি টেনি ছিড়ি ফেলব। আঃ ! এসব কি হচ্ছে শিৰু এমন করে তোমরা যদি ঝগড়াই করৰে —তাহলে আর মিছিমিছি এই মানী লোকটাকে— ভাখেন, আপনিই স্থাখেন দত্তদা, আখেন চৌধুৰীমশাই, বলে কিনা জিত টেনি ছিড়ি ফেলব। ফেললিই হল ছিড়ি আর কি ? দেশে যেন আইন নেই, আদালত নেই। চৌধুরী। বলি তোমরা খামৰে ? एख । থামো দেখিনি ৰাপু । এই যদি তোমাদের মনে ছিল, তা হলে আমাদের আর এর মধ্যে ডাকা কেন ?