পাতা:মামলার ফল-রবি রায়.djvu/২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

§ 8 শম্ভু । শম্ভু । বিন্দু। শভূ ।

  • डू ।

বিন্দু। *ष्ट्र । মামলার ফল [ ঘরের মধ্যে থেকে ] তা ভগবান কান দুটো য্যাখন দিয়েছে, ত্যাখন ও বেড়াল কুকুরের খেয়োখেয়ি সব শুনতে হবে বৈকি! তা–তুই মাগী, মরতে সাত সকালেই ওর কথায় কান দিতি গেছিস ক্যানে ? এদিকে আয়, গলায় ভাত ঠেকেছে, এক ঘটি জল দে । মিন্সের কথা শুনলেও গা জালা করে। শুনিয়ে শুনিয়ে উনি আমারে বলবেন, আমি তার কোন জবাব দিবুনি ] আহলাদ আর কি ! [ ঘরে গিয়ে ঢুকল ] [ ঘরেরর মধ্যে জল খেয়ে ঢেকুর তুলল ] ও-উম্‌! তা হ্যারে, আজ তে ষষ্ঠী, পূজোর জোগাড় যস্তর সব করেছিল ? [ কথা বলতে বলতে বেরিয়ে এলো ] এর আবার যোগাড় যন্তর করার আছে কি ? ঘরে মুড়ি আছে, টি ড়ে আছে, খৈ আছে, পাকা কলা আছে —তারপর তোমার পাটালি গুড়ও আছে। আবার নাগবেটা কি শুনি ? হ্যা, হ্যা, সে তো বটেই। তবে পিতি বছর তো বড়গিল্পীই সব যোগাড় যস্তর করে নেয় কিনা। তাই তোরে শুধুচ্ছি। ও, ভাল কথা, ষষ্ঠী পূজোর বায়না গড়তে কটা বাশের কডুল নাগে তো ! বাঁশ ঝাড় থেকে গে তুলি এনেছিল ? - ষষ্ঠ পূজোয় বঁাশের কডুল নাগে না ? তাইতে বলি, চ্যানট্যান তো সকাল বেলাই হয়ে গেছে। তবে আবার বড়গিল্পী ঘাটের দিকি যায় ক্যানে ? নিধ্যাৎ তা হলি সে বঁাশের কডুল ছিড়তি গেছে। [ব্যস্ত ভাবে ] আঁ্যা, বঁাশ ঝাড়ের দিকি গেছে না কি ? দেখ, দেখ, তো नेीव्र । ক্যানে তাতে হয়েছেটা কি ? পূজোর দিন— মুখে মুখে বড় ভকৃরার করিল ছোট বোঁ। অতই যদি তুই বুঝবি, তাহলি । আর তোদের ঐ মেয়ে মাছবের বারে হাত কাপুড়েও কাছ জোটে নে ক্যানে ? দেখ, দেখ লীগীর। -