পাতা:মামলার ফল-রবি রায়.djvu/২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিন্দু। শন্তু। গঙ্গা । বিন্দু। শম্ভু । छ्ठौष्न गृशं >6) [ কয়েকটা বঁাশপাত হাতে গঙ্গামণির প্রবেশ ] ওগো দেখো এসে—বড় গিল্পী তোমাদের একেবারে বঁাশঝাড় উজোড় করে বঁাশপাতা ছিড়ি নে এয়েছে। [ শম্ভু এটাে হাতে ঘর থেকে ছুটে এলো ] বলি, ও ভাল মানুষের বেটি ! বঁাশপাত তো তুলি আনলে দেখতেছি। কিন্তু একি তোমার বাপের বঁাশঝাড় পেয়েছ ? ফ্যালো, ফ্যালো বলতেছি [ থাবা মেরে ফেলে দিল ] ফের যদি কোন দিন বঁাশঝাড়ের দিকি মাড়িয়েছ, তোমার ঠ্যাং ধরে ফেড়ে ফেলব বলতেছি—নইলে আমি• বেন্দাবন সামস্তের ছেলে শস্তু সামন্ত লই। আজ এই ষষ্ঠীর দিনটাতে, পূজো দেব বলে দুটো বঁাশের কডুল ছিড়েছি—তাই তুমি এটো হাতে আমার হাত থেকে কেড়ে নিলে ঠাকুরপো ? তুমি এটুটু ভাবনা করেও দেখলে নে যে, কাদের কল্যাণের জন্তি এই সমস্ত ব্ৰত উপোস করি। ঠিক আছে, যাচ্ছি তোমার দাদার কাছে । [ কাজতে কাদতে প্রস্থান ] এ কাজটা কিন্তু তোমার ভাল হ’ল নি বাপু । শত হলেও বড় ভাজ, তার উপর এই বষ্টী পূজোর দিনটাতে— মেলা ফ্যাচ, ফ্যাচ, করিস নে তো ছোট বেী—এবার পিটুনি খাৰি। বেলা হয়ে গেল, হাতে এটটু জল দে—নাঙলটা নে এবার মাঠে যাই। [ ঘটির জলে হাত ধুয়ে শস্থ লাঙল নিয়ে বেরিয়ে গেল, বিন্ধুও গিয়ে তার ঘরে ঢুকল। একটু পরে রুদ্র মূর্তিতে শিবুর প্রবেশ–পিছনে গঙ্গামণি ] শিবু। কই, কোথায় সেই গুয়োর বেটা-আজ একেবারে রক্ত গঙ্গা করি ছাড়ব—ঐ জাটকুঁড়োর বেটাকে আজ হেঁসো জে টুকরো টুকরো করি কাটব। এত বড় আম্পদ, কই জায়, বাপের বেটা হল তো বেরিয়ে ч{{# l offи сатува счупи 1