পাতা:মামলার ফল-রবি রায়.djvu/২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মামলার ফল טיכ গঙ্গা। যে বীরপুরুষ তোমার ভাই, সে কি আর তোমার গোবেড়েন খাবার জঙ্কি ঘরে বসি আছে ? কিন্তু এই আমি তোমাকে বলি দিম, এর কি বিহিত করবে তা ক’র। নইলে আমি আজই বাপের বাড়ী চলি যাবো। শিবু। তুই বড় কথা বাড়াস বড় বোঁ। আমি কি বিহিত করব না বলতেছি। যাচ্ছি একবার জমিদারের কাছারীতে—চৌধুরী মশাই এর বিহিত করেন তো ভাল, নইলে সটান যদি সদরে চলে গিয়ে এক নম্বর না ঠুকে দিয়েছি তা'হলি আমি বেন্দাবন সামস্তের ছেলেই লই। [ কোমরের গামছাট খুলে দড়ির উপর থেকে ফতুয়াটা টেনে নিয়ে গায়ে দিতে দিতে চলে গেল। মঞ্চ অন্ধকার হয়ে গেল ] চতুর্থ দৃশ্য [ দৃশ্যপট পূর্বাস্থধারী। ঘর সংসারের কাজ সারতে সারতে গঙ্গামণি আপন মনে বকবক করছে । ] গঙ্গা। সোনা লয়, রুপো লয়—তুচ্ছ দুটো বাশপাত, অ্যা! তাই কিনা, বড় ভাজের হাত থেকে তুই কেড়ে নিলি ? এটুটা ঘেন্নাপিত্তিও কি নেই ? ব্যাটা মার অমন মাগী মুখ ব্যাট ছেলের মুখে ! ছিঃ ছিঃ! আর আমাদের এ ঘরের মিন্সেটাকেও বলিহারি। আমি মেয়ে ছেলে, আমি না হয়, কেঁদে গিয়ে পড়েইছি মাঠে—তা বলে তুমি এতটা তুলকালাম করবে ? না, পেরায় দেড় পহর বেলা হতি চলল। যে রাগী মানুষ, হয়তো সোজা সেই সারেই চলি গেল। বেশ হয়েছে, এবার বুঝবেখন ছোট কত্তা এর ফলট । [ গঙ্গারামের প্রবেশ ] গয়ারাম। ভাত দে জ্যেঠাইমা. [মাটিতে পা ঠুকে ] তাত দিবি, না দিবিনে उॉरे दन् ? ,