পাতা:মামলার ফল-রবি রায়.djvu/২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ দৃশু So গঙ্গা । তোর জন্তি কি ভাত রেধি বসে আছি নাকি ! ক্যানে, তোর সৎমা আবাণী কোথায় ? - গয়া। সে আবাণীর কথা আমি জানিনে । তুই দিবি কিনা তাই বল ? না, দিবি তো তোর সব হাড়ি কুড়ি আমি— [ উঠোন থেকে একটা চ্যালা কাঠ নিয়ে ঘরের দিকে অগ্রসর হতে গঙ্গামণি চেচিয়ে উঠল ] গঙ্গা। গয়া, হারামজাদা দস্তি, দুদিন হয়নি আমি নতুন হাড়ি-কুড়ি কেড়েছি। এটটা কিছু ভাঙ্গলে— গয়া। আচ্ছা, ভাত না দিস না দিবি । নদীর ধারে বামুনদের মেয়েরা সব চিড়ে, মুড়কি নে পূজো করতেছে। আমি চনম্ন তেনাদের কাছে। গঙ্গা । তাই ষা না, ক্যামনে খেতে পাস দেখি ? t গয়া। দেখিল ত্যাখন— [ বারান্দার আড়া থেকে গামছা তুলে নিয়ে কোমরে বেঁধে যেতে উষ্ঠত হল। গঙ্গামণি বলল ] গঙ্গা। আজ ষষ্ঠীর দিনে পরের চেয়ে খেলে তোর কি ক্ষুগ গতি করি, তা দেখিস হতভাগা । . . [ গয়ারাম ঘরে ঢুকে হাতে তেল ঢেলে, মাথায় ঘসতে বলতে বেরিয়ে এলে ] গঙ্গা। দস্তি কোথাকার। ঠাকুর দেবতার সঙ্গে গোয়ার্জমি ডুব জে এখুনি ফিরে আসবি, তা বলে দিচ্ছি, আজ আমি বড় রেগে রইয়েছি । [ গয়ারাম দাত বার করে ভেঙচিয়ে বুড়ো আঙ্গুল দেখিয়ে চলে যাবার উপক্রম করল । গঙ্গামণি পেছন পেছন ছুটে গেল ] - चांछ वर्छौद्ध श्रिन कांच्च cछ्रण खांड थांब्रtब ? नाझेॉजिलरङ्गञ्च जटकाथ ८ञ,, চাপা কলা দে, দুধ-ই দে ফলার করা চলেনে তোমার ? : গয়া। তবে তুই দিলিলি ক্যানে পোড়ামুী ?