পাতা:মামলার ফল-রবি রায়.djvu/২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२० মামলার ফল গঙ্গা না, না, ঘরে ঢুকব আর বেরোব । [ ঘরে ঢুকে একটা থালায় করে মুড়ি-মুড়কি-চিড়ে আর একবাটি দুধ নিয়ে বেরোল ] গয়া। চাপা কলা কই ? গঙ্গ। ঢাকা দিতি মনে নেই বাবা, সব কটা কলা ইদুরে খেইয়ে গিয়েছে। এবারে এটুটা বেড়াল না পুঘলে আর চলবে নি দেখতেছি। গয়া। [ হেসে ] কলা কখনো ইদুরে খায় ? তোর ছিল না, তাই ক্যানে বলনা ? গঙ্গা। সে কি কথারে ? কলা ইদুরে খায় না ? গয়া । [ দুধ চিড়ে মাখতে মাখতে] আচ্ছা খায় তো খায়, কলা আমার দরকার নেই। পাটালি গুড়ের সন্দেশ নে আয়। গঙ্গা। আচ্ছা, আচ্ছা, তুই খেতি থাক, আমি আনতেছি । [ ঘরে ঢুকে একটুখানি খুচুখাট করে বলল ] ঐ যায়—এও ইদুরে খেইয়ে গিয়েছে বাবা, কখন মন ভুলাস্তে— বাইরে এসে ] সত্যি বলতেছি গয়া— গয়া। তবু বলছ, সত্যি বলতেছি—যা, আমি তোর কিছু খেতি চাইনে। [ পা দিয়ে লাথি মেরে সব ফেলে ছড়িয়ে দিল ] আচ্ছা, আমিও দেখাচ্ছি মজাটা— উঠোন থেকে একটা চালা কাঠ তুলে নিয়ে ঘরের মধ্যে ঢুকল। পিছন পিছন গঙ্গামণি ই-ই-করিম কি, করিস কি বলতে বলতে গিয়ে ঢুকল। ভেতর থেকে ভাঙ্গাচোরার শক শোনা যাবে ], গঙ্গা । [ নেপথ্যে ] উঃ । তুই আমাকে মারলি হারামজাদা ? [ খালক পাচুকে নিয়ে শিবুকে প্রবেশ করতে দেখে গয়ারাম বাইরের দিকে দৌড় দিল ] শিবু বলি ব্যাপারটা কি ? গা হামজা অমন কইরে ফুট মারল কাঁনে ? गक।' [८कॅरश ७#ण ] शंद्रां श्रांशॉरश्द्र नक्षत्र ८ङात्र ८म आबांद्र शरउ ७क्व লাঠি কৰিয়ে পালিয়ে গ্যালো। এই আখ, ক্যামন ফুইলে উঠেছে। " শিবু দেখলে, দেখলে পাঁচু, ছোড়ার আম্পন্ধাটা। . * F &