পাতা:মামলার ফল-রবি রায়.djvu/৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

良心 মামলার ফল আমি জন্মের মত খুঁচিয়ে দেব বুঝেছিল। এখন একবার কোয়ার্টারে যা দিকিনি—গিল্পী কেন যেন তোর খোজ করছিল। [ ফেলারাম চলে গেল ] [ দত্ত মশাই এসে ঢুকলেন ] দারোগা । আরে আস্থন আন্ধন দত্ত মশাই। তা হঠাৎ কি মনে করে ? দত্ত। দরকার না পড়লে কি আর তিন মাইল পথ ঠেঙ্গিয়ে আপনার থানায় আসি মশাই । কারোগ। তাতো বটেই, তা বলুন কি করতে পারি আমি ? দত্ত। একটন নালিশ নিয়ে এসেছিলাম আপনার কাছে । tারোগ। নালিশ ? কিসের নালিশ দত্ত মশাই ? দত্ত। পাড়ার ডানপিটে ছোড়াগুলোর জালায় আর টিকতে পারছি না স্বারোগীবাবু। rারোগা । কি রকম ? ত্তি। হ্যা, এই দেখুন না। বাড়ীর লাগোয়া একটা কলমের আম বাগান করেছি। তা আপনার বিধে দুয়েক হবে। কিন্তু পাড়ার ছোড়াগুলো মশাই, গাছে আর একটাও আম থাকতে দিচ্ছে না। আপনি যদি ডাকিয়ে ওদের একটু কড়কে দেন, তাহলে— nবোগা। খুবই উপকার হয় কেমন ? কিন্তু একটা ভায়ের অন্তত: যদি না করান, তাহলে আমাদের পক্ষে— দত্ত। ডায়েরী করলে তো মশাই, মানে বুঝতেই তো পারছেন, পাড়ারই ছেলে `गव । আরোগী। ঐ তো আপনাদের মোৰ দত্ত মশাই, বিপক্ষে পড়লেই আপনার থানায় আসবেন, অথচ-তা দাগী-টাগী কারে -- উপর সন্দেহ হয় ? তা হলে তাই বলুন না—একদিন থানায় এনে বেধড়ক পিটিয়ে দিচ্ছি। , DDDSDSYSDDBBSDD DB BBDD DS DD BBS BHHHDS