পাতা:মামলার ফল-রবি রায়.djvu/৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম দৃপ্ত : ግ ছেলেগুলোর বজাতি। জাগী টাগীগুলোকে নিয়ে টানাটানি করলে শেষ কালে রাত্তির বেলায় সিধ-টিধ কেটে— দারোগা । বেশ, তাহলে অন্তত: পাডার কয়েকটা দুষ্ট, বজাত ছেলেরই নাম টাম দিয়ে যান। দত্ত। সকলেই ভদ্রলোকের ছেলে মশাই, অথচ— আচ্ছা আমি বরং বেশ ভাল করে খোজ খবর নিয়ে তারপর— পাচুকে নিয়ে শিবুং প্রবেশ । শিবু নমস্কার বডবাৰু। দত্তঙ্গা নমস্কার । দত্ত। আরে শিবু যে, থানায় কেন ? এটি কে ?—চিনসুম না তো ? শিবু। এটি আজ্ঞে আমার ছোট সম্বন্দী । এটুটা বিচারের জন্তি আপনার কাছে এই বডবাবু। দারোগা । বিচার ? কিসের বিচার হে ? শিৰু। আঙ্গে আমার ভাইপো গয়াবাম আমার পরিবারেরে আঞ্জে মেইরে একেবারে আধমরা করি ছেইডেছে। দত্ত। সে কি কথা শিবু। গয়ারাম—তার জ্যাঠাইমাকে মেরেছে ? শিবু । আজ্ঞে হ্যা, চ্যালাকাঠের বাড়ি মেইরে তার হাতের ড্যানাটা একেবারে ফুলিয়ে দিয়েছে।” পাচু। তা ছাড়া, পিঠে, বুকে, কোমরেও বেশ কয়েক বা পইড়েছে—বডবাবু। জারোগা । ই, তা সেই ছেলেটি–মানে তোমার ভাইপোর বয়েল কত ? শিবু বয়েল ? ত, বছর আঠারো হবে, কি বল পাচু ? পাচু। হ্যা, তা হবে। তবে শুধু সে-ই তো লয় বড়বাবু, পিছনে তার বাপও আছে। সে-ই উস্কানি দিয়ে— দত্ত। এ সব তোমাদের ঘরোয় কেচ্ছ শিৰু। এই নিয়ে তুমি থানা, পুলিশ করতে এসেছ ? কারোগ। পারিবারিক বাগড়-বিবাদ চংেপুৰি শুমশাই ?