পাতা:মামলার ফল-রবি রায়.djvu/৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

abr মামলার ফল দত্ত। . হ্যা, আর বলেন কেন ? এতদিন তো তবু একাস্নেই ছিল। এই তো মাত্র কদিন আগে— দারোগা । স্থ, তা নাম কি হে তোমার ? শিৰু। আজ্ঞে, শিবু-শিবু সামন্ত । -- দারোগ। তl, হ্যা হে শিবু—সাক্ষী-সাবুদ কেউ আছে এ ঘটনার ? পাচু। আঞ্জে, সাক্ষী-সাবুদ রেইখে কি আর সে তার জ্যাঠাইমারে মেইরে গিয়েছে ? - দারোগা । কিন্তু, সাক্ষী-সাবুদ না থাকলে— পাচু। বড়বাবু যদি নিজে একবার দয়া করি যান, তাহলি স্বচক্ষে সব দেখেও আসতি পারবেন, শুনেও আসতি পারবেন। দারোগ। স্বচক্ষে না হয় দেখেই এলাম সব, স্বচক্ষে কেমন করে শুনব বাপু ? পাচু। আঙ্গে, স্বচক্ষে দেখবেন, আর স্বকৰ্ণে সব শুনবেন। দারোগ। ও, তাহলে বলছ স্বচক্ষে দেখব, আর স্বকৰ্ণে সব শুনব । পাচু। আজ্ঞে হ্যা। * দারোগা । বেশ, কিন্তু— - দত্ত। আমি তাহলে এখন চলি দারোগাবাৰু। স্বারোগ। চললেন । বসবেন না একটু । * দত্ত। না, আর বলব না। আবারও তেী—মনে করুন, সেই তিন মাইল পথ ঠেদিয়ে বাড়ী ফিরতে হবে। আজকের মতন উঠি। [ দত্তর প্রস্থান] স্বারোগা। আচ্ছা, আচ্ছা-তা-ই হে, কি নাম যেন বললে তোমার— শিৰু। আজ্ঞে, শিৰু। জায়োগ্য। হ্যা, শিৰু তা ভাখে শিবু, সৰ্বজমিন তদন্ত করতে গেলে, পান্ধী ভাড়াটাড়া—এ সব তো অনেক খরচ পড়ে যাবে হে। निबू। श्रांप्ल धब्रक या नांगरक्, उी नबहे चांबि cश्व बग्नबांबू । उइ चांनंनि খাখবেন, তারা বাপ-ব্যাটাতে ধান ফাটকে যায়। না, কি বল পাচু ।