পাতা:মামলার ফল-রবি রায়.djvu/৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Sp- মামলার ফল ফেলা। কত্তামশায়ের হাত থেকে ছাড়ান পাওয়া খুব শক্ত বড়বাৰু। আমি তাহলি এগিয়ে ঘাই—আপনারা আম্বন [ ফেলারাম চলে গেল ] চৌধুরী। দত্তজ, তুমিও কিন্তু— দত্ত । আবার আমাকে কেন—অামি তো— চৌধুরী। না, না, তা হয় নাকি, চল চল। আচ্ছ, এবার আমরা উঠলাম শিবু তোমরা তাহলে একটা সহজ নিম্পত্তিতে এলে না! বেশ ভাল কথা। চলুন দারোগাবাবু। [ সকলে উঠে দাড়াল। ধীরে ধীরে মঞ্চ অন্ধকার হয়ে গেল ] स्रष्टेभ गृशं; [ শিবুর বাড়ী। কৃষ্ঠপট পূর্বাচ্চুযায়ী। উঠানে বলে শিবু গরুর জন্তে খড় কুচোচ্ছে। গঙ্গামণি টুকিটাকি গৃহকর্ম সারছে। ] গঙ্গ। এটুটা সামান্তি ব্যাপার নিয়ে তোমরা যা করলে, পাড়ায় ঘরে আর মুক দ্যাকাতি পাচ্ছি নি। শিৰু। মুক দ্যাকাতি না পারিস তো—মুক স্বাকাস নে। চুম্মেরে ঘরে বইসে থাক। অ্যাঃ ! মুক দ্যাকাতি পাচ্ছি নি। ক্যানে, মুক না আখাবার মতন হইয়েছেটা কি ? গঙ্গা। কি হয়নি তাই বল। সেদিন সেই পুলিশের হাত থেকে ছাড়া পেইয়ে গয়া মুকপোড়া ষে কোথায় উদাও হ’ল, তার আর কোন খোজ পাওয়া যাচ্ছেনে । - শিৰু। ত, তার খোজে আমাদের দরকারটা কি ? গঙ্গা। দরকার নেই! কোলেপিঠে কইরে অপোগওটারে মানুষ করন্থ, আমারে ছাড়া আর সে কারেও জানেনে। শিৰু। ও । ওয়ারে ছাড়া ফারুরে সে আর জানেনে। তা জানেনে যদি, তা হলি চ্যালাকাঠ নে অমন ঠ্যাঙালে ক্যানে ?