পাতা:মামলার ফল-রবি রায়.djvu/৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

একাদশ দৃপ্ত (R :) শঙ্কু। তবে । আরে, ছোট ছেলেমেয়েরাই ঠিক আদরের জনের মন্ম বুজতি পারে। আর তা ছাড়া—সম্লারের অত যে কাজ, সবই তো বড়গিল্পী বুক দে পইড়ে সামলাতো না, কি ? বিন্দু। তা তো সামলাতো। কিন্তু তাই বইলে, একবার ভেন্ন হইয়ে গে, আর তো নিজি থেকি— শঙ্কু। না, তা আর একন হয় নে। তবে এটুটা কথা তোকে বলি ছোট বোঁ, জানিনে, বড় বৌঠান পাঁচলাতেই এইসে উঠেছে কিনা—তবে দ্যাক হলিই যেন আবার তার সঙ্গে কোদল জুইড়ে দিস নে । বিন্দু। হ্যা ! কোদল করাই আমার স্বভাব কিনা, তাই দ্যাক হলিই তার সঙ্গে কোদল জুড়ব। তবে হ্যা, এটুটা পষ্ট কথা কিন্তু তাকে বলবই বাপু—সে তুমি রাগই করে, আর গোসাই হও । শঙ্কু। কি ? কি কথা তাকে শোনাবি শুনি ? বিন্দ, এটুটা কথাই তাকে বলব আমি—আমার ছেলের রোজগারই তো একন সে খেইতেছে। শঙ্কু। হ্যা। ভারি ন' শো পঞ্চাশ টাকা রোজগার করতেছে তোর ছেলে, যে বড় গিল্পী তার— [ জলভরা কলসী নিয়ে গঙ্গমণির প্রবেশ ] গঙ্গা। একি ! ঠাকুরপো ৰে ! তুমি একানে ? আয় ছোট বোঁ, পরের মতন বাইরে দাড়িয়ে ক্যানে রে। গছু। ইয়ে মানে—ছোড়াটার এটুটু খোজ খবর নিতে এন্থ। তা ছোট বোঁ বললে— rদা। একেই বলে জাতের টান। ও তোমার ঝগড়া-ক্টোদল ৰাই করি, কেউ কি কাউকে আমরা ছেইড়ে থাকতি পারি। তা হ্যারে ছোট বোঁ, ছেইলেcयप्प्रसtणां८ब जांनणि नि ८ष दछ । कषां कश्छ्निरन ८ष, चांबि cष्ठांब मांप्ङ्गब তিন ছোট বোঁ । মুকে হয়তে পাচ কথা কই, কিন্তু আমার যুক্তির মrি