পাতা:মামলার ফল-রবি রায়.djvu/৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

একাদশ দৃশু Q Vo পেয়াদা। স্ববাদ বল স্ববাদ, আর বিবাদ বল বিবাদ-ব্যাপার এটুটা আছে বাপু । নইলে কি আর এই ঠায় ছপুরটার সময়, শরীরে একনো এটুটু তেল-জল পড়ল নি, তোমার সঙ্গে কুটুম্বিতে করবার জন্তি এতটা পৰ ঠেঙ্গিয়ে এইসেছি। একন পিদে কথায় জবাব দ্যাও দেকি—পিতার নাম শম্ভু সামস্ত কি না ? গয়া। হ্যা পেহ্লাদা। আর সাকিন হল গে তোমার ? গয় । মীরপুর। পেয়াদা। মীরপুর ? বাস—রাম, দুই, সাড়ে তিন কইরে সবই তো বললে বাপু, তবে আর এতক্ষণ খুটে উপরোবার চেষ্টা করছিলে ক্যানে ? পাচুবাৰু আম্বন—আসামী ক্যাচ-কট-কট । [ পাচু, শিবু ও ফেলার প্রবেশ ] পাচু। তারপর সোনার চাদ, নাম ভাড়িয়ে খুব তো পাচলার কাজে এইমে ভিড়েছ—একন ? পেয়াদা মশাই, হলফনামা জারী করুন । পেয়াদা । আগামী গয়ারাম সামন্ত, মহামান্য আদালতের হুকুমে স্ত্রীলোককে প্রহার, জিনিসপত্র তছরুপাত ও অনধিকার প্রবেশের অভিযোগে তোমাকে ধৃত করিয়া আদালতে উপস্থিত করিবার মানসে আমরা এখানে আসিয়াছি। [ ঘরের মধ্য থেকে গঙ্গামণির কণ্ঠস্বর শোনা গেল—“ভাত ফেইলে আবার কোথা গেলি ? ও মুকপোড়া”—বলতে বলতে বাইরে এসে দাড়াল ] পাচু। একি ! দিদি তুমি । গঙ্কা। গন্ধে গন্ধে একানেও এইসে জুটেছিল গেচে । ছেলেটারে কি তুই এটুটু শাস্তিতি থাকতি দিবি নে। তোর বোনাইরে বল—গয়াকে জেল ফালি যা ইচ্ছে হয় কি। তার আগে আমারে যেন গলায় পাড়া দিয়ে মারে। ও মুক পোড়া ফেলারাম—বছর বছর পাৰা,নি জার ধামা ধামা মুড়ি-মুড়কি