পাতা:মার্ককর্তৃক রচিত মঙ্গল সমাচার কাব্যের প্রশ্নোত্তর ঘটিত টীকা পুস্তক.djvu/১০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

NDR উ” । দুইটী বোধ হয়। প্রথম এই, যে গুীষ্টের প্রতি যাহাঁদের প্রেম আছে, সকল লোক তাহদের বিরুদ্ধকারী হইলেও তাহারা সেই প্রোমের বিষয়ে লজ্জিত না হইয়া বর” লোক কর্তৃক গুীষ্টের ধর্মের প্রতিকূলাচরণ সময়ে, কিম্বা তদ্ধৰ্ম্ম প্রচারকদের দুঃখের সময়ে যে হউক, তাহাতে সাধ্য পৰ্য্যন্ত উপকার করিতে চেষ্টা করিবে । দ্বিতীয়, ঈশ্বর কোন একটা কৰ্ম্ম করিতে মনস্থ করিলে তঁহারাতো তৎকৰ্ম্ম কারকের অভাব নাই ; যদি এক জন না করে, তবে তিনি অনায়াসে আর এক জনকে উপস্থিত করিতে পারেন। দেখ দেখি, সৰ্বদা গুষ্টের নিকটে থাকিত যে শিষ্যেরা, তাহার কবর দেওয়া তাহাদেরই উচিত ছিল ; কিন্তু ভীত হইয়া তাহারা যথািন পলাইয়া গেল, তখন ঈশ্বর আর এক জনকে উপস্থিত করিয়া সেই সম্মুমের কৰ্ম্ম তাহার হন্তে সমাপণ করিলেন । প্র’। এই সকল কথাতে কি শিক্ষা পাই ? উৎ। দুইটী শিক্ষা পাই । ] প্রথম এই, যে মৃত্যুভয় দূরীক্ত করিবার জন্যে থ্রীষ্টের মরণবিষয়ে ধ্যান করা আমাদের কৰ্ত্তব্য। ফল, অভয় নাশ করিবার জন্যে খৃষ্ট মৃত্যুঞ্জয় হইলেন, অতএব তাহার প্রতি যাহাঁদের প্রকৃত বিশ্বাস আছে, তাহদের মৃত্যু হইতে ভীত হইবার অ্যাবশ্যক নাই, যে হেতক তাহারা তাহার জয়েতে জয়ী হইয়া স্বগীয় সুখ প্রাপ্ত হইয়া চিরকাল পৰ্য্যন্ত তঁহার সঙ্গে থাকিবে ।