পাতা:মার্ককর্তৃক রচিত মঙ্গল সমাচার কাব্যের প্রশ্নোত্তর ঘটিত টীকা পুস্তক.djvu/১০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তোমাদিগকে অপনি স্থানে লাইবা, তাহাতে যেখানে অামি থাকি সেখানে তোমরাও থাকিবা ।” প্রি” । সেই দূত যে ঐ স্ত্রী লোকদিগকে বিশেষতঃ পিতরকে থ্রীষ্টের পুনরুত্থানের বিষয় সম্বাদ দিতে পাঠাইয়া দিল ইহাতে কি বোধ হয়? উৎ | এই ৰোধ হয়, যে খৃষ্ট অতি ক্ষমাশীল, যে হেতুক দুঃথের সময়ে শিষ্যেরা তাহাকে ছাড়িয়া গেল, বিশেষতঃ পিতার তাহাকে অস্বীকার করিল ; তথাপি সেই দুষ্কর্মের নিমিত্তে তাহাদিগকে অনুযোগ না। * - করিয়া পুনরুথানের পর তদ্বিষয় জানাইবার জন্যে হেয় তাহদের কাছে লোক প্রেরণ করিলেন ; ইহাতে নিশ্চয় এই জানা যায়, যে তিনি তাহদের সে দোষ ক্ষমা করিতে প্রবৃত্তি হইলেন । ফল, যে কোন লোক পাপ করিলে পর। যদি তদ্বিষয়ে চেতনা পাইয়া থোদান্বিত হয়, তবে তিনি তাহদের সেই পাপ ক্ষম করিতে সৰ্ব্বদা প্রস্তুত আছেন। প্রতি । তিনি তোমাদের অগ্ৰেী লাগিলে যাইতেছেন, সেখানে তোমরা তাহার দেথা পাইবা, ঐ দূত যে এ কথা কহিল ইহার ভাব কি ? উৎ। ভাৰ এই, যে খৃষ্ট মরিৰার পূৰ্বে তাঁহার শিষ্যদিগকে কহিয়াছিলেন, যে আমার পুনরুত্থানের পরে আমি তোমাদের আগ্নে গালিলেতে যাইয়া সেখানে তোমাদের সহিত সাক্ষাৎ করিব, এই উক্তি তাহারা বিস্মত হইয়াছিল ; অতএব তিনি তাহদের মনে উপস্থিত করাইবার জন্যে সে কথা কহিলেন । প্ৰতি । ভাল, উহারা সেই কথা শুনিয়া কি করিলা ? --