পাতা:মার্ককর্তৃক রচিত মঙ্গল সমাচার কাব্যের প্রশ্নোত্তর ঘটিত টীকা পুস্তক.djvu/১০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

860* | উৎ । মথিউ নামে আর এক জন প্রেরিত এতদ্বিষয়ে এই লিথিয়াছেন, যে এই কথা শুনিবা মাত্র উহার থ্রীষ্টের নিরূপিত এক পৰ্বতে গালিল দেশে চলিয়া গেল, এবং সেখানে তাহার দেথা পাইয়া তাহারা তাহারা ভজনা করিলা । প্রি” । এই কথাতে কি বোধ হয় ? উ” । দুইটী বোধ হয়। প্রথম, খ্রীষ্টের শিষ্যেরা তঁহার আজ্ঞানুসারে তন্নিরূপিত স্থানে চলিয়া গেল, এই প্রযুক্ত তিনি স্ব -প্রতিজ্ঞানুসারে তাহাদিগকে সেই স্থানে দৰ্শন দিলেন : ইহাতে প্রথম এই বোধ হয়, যে তাহার শিষ্যেরা তদাজ্ঞানুসারে কৰ্ম্ম করিলে তিনি তাহাদের স্থানে স্বীকুত যে সকল বিষয়, তাহা অবশ্য পূর্ণ করিবেন। ফল, এই সুক্ষণে ভজনালয় হইয়াছে তা হবার সাক্ষাৎ পাইবার স্থান, যে হেতুক তিনি আপনি বলিয়াছেন, যেখানে দুই তিন জন আমার নামেতে একত্র হয় সে স্থানেই আমি তাহদের মধ্য থানে আছি ; অতএব সৰ্বসূফলজনক যে তাহার সাক্ষণত ও আশীব্রাদ, তাহ পাইবার নিমিত্তে তন্নিরূপিত ভজনালয়ে যাওয়া আমাদের কৰ্ত্তব্য । দ্বিতীয়, গুীষ্টের শিষ্যেরা কিঞ্চিৎ পাইবার প্রত্যাশায় তাহার নিকটে না গিয়া কেবল ঊৰ্তাহাকে দর্শন করিতে গিয়াছিল, যে হেতুক তাহারা তাদর্শনকে আপনাদের পরম মঙ্গলজনক জ্ঞান করিল ; ফল, থ্রাষ্টের প্রকৃত বিশ্বাসক যাহার। তাহারা তাদর্শনকে পারলৌকিক স্বৰ্গীয় সূর্থের মূল জ্ঞান করে, এব• উহারা এইক্ষণে তাহাকে কেবল বিশ্বাস রূপ চক্ষুদ্বারা