পাতা:মার্ককর্তৃক রচিত মঙ্গল সমাচার কাব্যের প্রশ্নোত্তর ঘটিত টীকা পুস্তক.djvu/১০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8のS。 দেখিতে পাইলেও অথচ পরলোকে চৰ্ম্ম চক্ষুদ্বারা তাহাকে দেখিয়া পরম সূথে সুগ্ৰী হইবে । প্রাক্ত। ঐ স্ত্রী লোকেরা দূতের কথা শুনিয়া কি করিল ? উৎ । উহায়া বিস্মিতা ও কল্পমান হইয়া অতি শীঘু কবর স্থান হইতে বহিরাইয়া পলায়ন করিল, এব* ভয় । প্রিযুক্ত কাহাকেও কোন কথা কহিল না। প্ৰe । ইহাতে কি শিক্ষা পাই ? 司°1 দুই টী শিক্ষা পাই । প্রথম এই, যে প্রায় সকল ভয় পাওনের কারণ হইয়াছে মনুষ্যদের পাপজনিত স্বভাব, কি না। অমারা পাপী ও তৎ, প্রযুক্ত ঈশ্বর হইয়াছেন আমাদের শত্ৰু এই অনুভব স্বভাবতঃ প্রায় সকলেই পায় ; এই হে ভূক্ত ঈশ্বরীয় কোন অলৌকিক দর্শন পাইলেও তদশনিকে মঙ্গলের বিষয় জ্ঞান না করিয়া বর০ ভয় করে। ফল, স্ব পাপের বিষয়ে মনুষ্যদের যে ঐ অনুভব, সেই হইয়াছে তাহদের এত দ্রুপ ভয় পাওনের মূল কারণ ; যে হেতুক মনুষ্য যদি পাপী না হইত। তবে ঐ ঈশ্বরীয় অদ্ভূত দর্শনেতে ভীত না হইয়া পরম মঙ্গলজনক জ্ঞান করিাত ; অতএব পাপকে সৰ্ব বিষ• য়ের ক্ষতিকারক জানিয়া তন্নাশার্থে চেষ্টা করা অামা(京g öföマ5| | দ্বিতীয়, সেই স্ত্রী লোকদের মঙ্গলার্থে প্রেরিত যে স্বৰ্গীয় দূত, তাহাকে দেখিয়া উহারা বৃথা ভীত। হইল - ফল, এই ক্ষণেও তাহাড়দের মত অনেক লোক আছে, কি না ঈশ্বর মঙ্গলার্থে স্বদত্ত মঙ্গল সমাচার মনুষ্যদের নিকটে প্রেরণ করিতেছেন, কিন্তু কোন ২ লোক মিথ্যা ভয়েতে ভীত হইয়। তৎ, শ্যামন্ত্রীয় কথা