পাতা:মার্ককর্তৃক রচিত মঙ্গল সমাচার কাব্যের প্রশ্নোত্তর ঘটিত টীকা পুস্তক.djvu/১০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Bel তাহাদিগকে অনুযোগ করিলেন ; কেননা যাহারা । তাহার উত্থানের পরে তঁহার দর্শন পাইয়াছিল, তাহাদের কথাতে উহারা প্ৰত্যয় করে নাই। পরে তিনি তাহাদিগকে কহিলেন, যে তোমরা সমুদায় । জগতে যাইয়া প্রত্যেক জীবের স্থানে মঙ্গল সমাচার পচার করাহ । যে জন প্রত্যয় করিয়া ব্যাপটাইজিত । হয়। সে পরিত্ৰাণ পাইবে; কিন্তু যে জন প্রত্যয়ন করে সে দণ্ডপাত্ৰ হুইবে । এবং যাহারা প্রত্যয় করিবে তাহাদের সঙ্গে এই চিহ্ন হুইবে ; আমার নামেতে তাহারা ভূত সকল ছাড়াইবে, তাহারা । নুতন ভাষা বলিবে, তাহারা সপ্যাদি ধরিয়া লইবে, এব? যদি তাহারা কোন জীবান্তক বস্তু পান করে, তথাচ তাহাদের কিছু ক্ষতি হইবে না ; তাহার ব্যাধিত লোকের উপরে হাত দিলে সে ব্যাধিতের সুস্থ হইবে। প্রভু, তাহাদিগকে এই মত কহিলে পরে তিনি স্বৰ্গেতে নীত হইলেন, এবং ঈশ্বরের দক্ষিণ দিকে বসিলেন। পরে প্রভূতাহীদের সহকারী হইলে, এবং তদানুবৰ্ত্তি চিহ্নেতে বাণীকে প্রমাণ করিলে তাহারা প্ৰস্থান করিয়া সৰ্ব্বত্ৰ কথা প্রচার করিল।