পাতা:মার্ককর্তৃক রচিত মঙ্গল সমাচার কাব্যের প্রশ্নোত্তর ঘটিত টীকা পুস্তক.djvu/১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

లిడిని উৎ। হা ঘটিল, যে হেতুক তাহার পুনরুত্থানের পর শিষ্যেরা দুষ্ট লোকদের তাড়নাতে বিস্তর দুঃখভোগ করিল, এবং পূৰ্বোত্ত ঘটনা সকল তাহার পুনরুখনের ৩৩ বৎসরের মধ্যে ঘটিলেও অথচ ঐ অত্যািল্ল বৎসরের মধ্যে তাঁহার মঙ্গল সমাচার নানা দেশে বহু লোকের নিকটে প্রচারিত হইয় তাহদের কর্তৃক গৃহীত হইল। ফল, খৃষ্ট আপন সৰ্বজ্ঞতা প্রিযুক্ত যে কোন লোকদের বিষয়ে, কিম্বা যে কোন ঘটনা বিষয়ে যাহা ২ বলিয়াছেন, তাহা অবশ্য श्शेरठ् । প্র’। ভাল, সে দুঃখসময়ে তাহদের কি করা কীৰ্ত্তব্য এমত কোন কিছু বলিলেন কি না ? উৎ। হা কহিলেন, যখন তাহারা তোমাদিগকে আকর্ষণ করিয়া সমৰ্পণ করিবে, তখন তোমরা কি ২ কহিব আগ্নে ইহার সূচনা করিও না ; কিন্তু যে ২ কথা তোমাদিগকে দেওয়া যাইবে তাহা কহিও, কেননা তোমারা তাহার বক্তা নহ, কিন্তু ধৰ্ম্মািত্মা | প্রি” । ভাল, থ্রীষ্টের এই প্রতিজ্ঞা তাহার শিষ্যদের প্রতি পূৰ্ণ হইল কি না ? উত্স । হা, তাহার পূনরুত্থানের পর উহার নানা বিচারকৰ্ত্তাদের নিকটে আনীত হইল বটে, কিন্তু ধৰ্ম্মাত্মাদ্বারা শিক্ষিত হইয়া উহার এমত কথা কহিল, যে যাহারা শুনিল তাহারা আশ্চৰ্য্য বোধ করিল; আধিকন্তু রাজসিংহাসনোপবিষ্ট বিচারকেরা তাহাদেৱ কোন ২ জনের কথা শুনিয়া কথন ২. কাপিতে লাগিল, অতএব তাহার এই প্রতিজ্ঞ সৰ্বতোভাবে পূর্ণ হইয়াছিল ।