পাতা:মার্ককর্তৃক রচিত মঙ্গল সমাচার কাব্যের প্রশ্নোত্তর ঘটিত টীকা পুস্তক.djvu/১২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88 NO পারে না, যে হেতুক সেটা যদি সত্য না হইত। তবে তিনি সামান্য মানুষ্যের ন্যায় মৃত্যুৰন্ধনে বন্দী থাকিয়া আর পুনরুথিত হইতে পারিতেন না । পঞ্চদশ মানুষের প্রতি খৃষ্ট যে সকল প্রেম প্রকাশ করিয়াছেন, সে হইয়াছে অতি দৃঢ় ও অকাট্য প্রমাণ, যেহেতুক বাইবেলের লিথানানুসারে তিনি যদি সত্য ত্ৰাণকৰ্ত্ত না হন, তবে প্রতারকের অগ্রগণ্য, কিন্তু এক জন প্রতারক যে শিষ্যদের হিতাৰ্থে নানা দুঃখভোগ করিবেন, ও শেষে আপনি প্ৰাণ দিবেন, কেহ এমত প্রত্যয় করিতে পারে না, যে হেতুক সেটা লৌকিক আতিশয় বিরুদ্ধ ; অতএব গ্ৰীষ্ট যে এই সকল করিয়া গিয়াছেন। ইহা দ্বারা নিশ্চয় জানা যায় যে তিনি জগও স্থা তাবল্লোকের ঈশ্বর, প্রেরিত অদ্বিতীয় ত্ৰাণকৰ্ত্ত । ফল, লোক সকল যদি বাল্যকালের সংস্কার ত্যাগ করিত এবণ সরলান্তঃকরণেতে এই উক্ত বহু প্রমাণের প্রতি বিবেচনা করিত ও সাoিসারিক দ্রুতি ও লোকদের তাড়না ইত্যাদি নানা মিথ্যা ভয় ত্যাগ পূর্বক এই সকল বিষয় অবগত হইবার জন্যে ঈশ্বরের নিকটে প্রার্থনা করিত, তবে সেই ধৰ্ম্মের বিষয়ে তাহাদের কিছুই সন্দেহ আর না থাকিয়। অবশ্য তাহারা গ্ৰহ করিত ; অতএব ঈশ্বর তাহদের প্রতি অনুগ্রহ করিয়া শীঘু এমত বুদ্ধি যেন তাহাদিগকে দেন, সেই ধম্মের প্রতি যাহাঁদের শুদ্ধা আছে, তাহাদের এই প্রার্থনা エ| エるJ |