পাতা:মার্ককর্তৃক রচিত মঙ্গল সমাচার কাব্যের প্রশ্নোত্তর ঘটিত টীকা পুস্তক.djvu/১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

NOS 6) প্র” । ইহাতে কি কোন শিক্ষা পাই ? - উক্ত । হা এই শিক্ষা পাই, যে খুঁষ্টের শিষ্যেরা তঁহার আজ্ঞানুসারে কৰ্ম্ম করিতে প্রবৃত্ত হওয়াতে কোন বিপদ ঘটিলে তিনি ঢাল স্বরূপ হইয়া তাহাদিগকে শত্ৰুহন্ত হইতে রক্ষা করিবে না; অতএব আত্ম রক্ষার কারণ সিদ্ধ করিলে নিৰ্ভয়ে থাকিয়া সকল বিষয়ে তাহার উপর ভরসা রাখা তাহদের কৰ্ত্তব্য | প্র’। ভাল, এই সকল দুঃখ ঘটনার বিষয়ে তিনি শিষ্য দিগকে আর কোন কথা কহিলেন কি না ? উ৩। হা কহিলেন, যে সেই সময়ে ভাতা ভাতার, পিতা পুত্রর বিরুদ্ধে উঠিয়া তাহাদিগকে বধ করাইবো ; এব০ অামার নামার্থে সকলেই তোমাদিগকে মন্দ বাসিবে। কিন্তু যে জন শেষ পৰ্য্যন্ত সহিষ্ণুতা করে সেই পরিত্রাণ পাইবে । গুরু । ইহাতে কি শিক্ষা পাই ? উৎ। দুইটী শিক্ষণ পাই । প্রথম এই, যে খুঁীষ্টের প্রতি মনুষ্যদের স্বাভাবিক অতিশয় ঈর্ষা আছে, নতুবা তাহার ধৰ্ম্ম গ্ৰহণ করাতে নিকটস্থ আত্মীয় কুটুম্ব সকল এক জন আর এক জনকে মৃত্যু পৰ্য্যন্ত সাধিবার তাড়না করিত না । কিন্তু পূৰ্বে এই মত হইয়াছে, এবং” এই ক্ষণেও হই ○て支;ぎまf Ti奈is、?tssid(R&rl エび研*要の可tকদের মধ্যে কেহ যদি থ্রীষ্টের ধৰ্ম্ম গ্রহণ করে, তবে তাহার জ্ঞাতি কুটুম্ব বন্ধু বান্ধব সকলেই তাহাকে ঘূণা ও তাড়ন করত দূর করিয়া দিবে। দ্বিতীয়, খৃষ্ট যে কহিলেন, এ সকল দুঃথ যে জন শেষ পয্যন্ত সহিষ্ণুতা করে সে পরিত্রাণ পাইবে,