পাতা:মার্ককর্তৃক রচিত মঙ্গল সমাচার কাব্যের প্রশ্নোত্তর ঘটিত টীকা পুস্তক.djvu/১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩১৩ সীমাবধি চারি দিকের বায়ুহুইতে আপনার মনোনীতিদিগকে আনাইয়া একত্ৰ করিবেন। প্রশ্ন ! য়িরোশালেমের বিনাশ ও য়াহুদী লোকদের ছিন্ন ভিন্ন হইবার বিষয়ে খৃষ্ট অ্যাপন শিষ্য দিগকে আর কোন কথা কহিলেন কি না ? উত্তর । হা, ঐ সৰ্বনাশক সময়ের পূৰ্বে যাহা ২ ঘটবে, তাহা তিনি অগ্ৰেই বলিয়াছেন, ইহার পরে তৎ কালীন যে কি ২ হইবে সে সকল কথাও কহিলেন, যথা “ উচ্ছিন্নকারি কদৰ্য্য বিষয় দানিএল, ভবিষ্যদ্বক্তাহেইতে যাহা জ্ঞাপিত ছিল, তাহাকে যখন তোমরা যে স্থানে অনুচিত উপস্থিত দেখিবা, তথন য়িহদা দেশে যাহারা থাকে তাহারা পৰ্ব্বতে পলাইয়া যাউক, এ ৰূপ যে ঘরের বাহিরে থাকে। সে কোন বস্তু লাইতে প্রবেশ না করুক, এবং ক্ষেত্রেতে মো থাকে। সে ফিরিয়া নগরে না যাউক । প্রাণী । এ কথার ভােব কি ? উ । ভাব এই, যে খৃষ্টাবতারের ছয় শত বৎসর পূৰ্বে দানিএল নামে এক জন ভবিষ্যদ্বক্তা। এই সকল বিষয়ে ভবিষ্যদ্বাণী লিথিয়াছেন ; অতএব খৃষ্ট কহিলেন, . যে যথন তোমরা তাহার ভবিষ্যদ্বাণীর অনুসারে উচ্ছিন্নকারি কদৰ্য্য বিযয় অনুচিত স্থানে উপস্থিত দেখিবা, তথন তোমরা বুঝােহ, যে সময় কি না ঐ বিনাশের কাল উপস্থিত হইয়াছে; অতএব ঘরেতে হউক, কিম্বা ক্ষেত্রেতে হউক যে ব্যক্তি যে স্থানে আছে। অতিশীয়ু সে স্থান হইতে পলাইয়া যাউক । ]