পাতা:মার্ককর্তৃক রচিত মঙ্গল সমাচার কাব্যের প্রশ্নোত্তর ঘটিত টীকা পুস্তক.djvu/১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্র”। এই যে উচ্ছিন্নকারি কদৰ্য্য বিষয় অনুচিত স্থানে উপস্থিত হওন, এই বাক্যের অর্থ কি ? উ০ । অর্থ এই, যে কদৰ্য্য বিষয় পদে রুমী লোকদের সৈন্যকে বুঝায়, যে হেতুক তাহারী দেবপূজক ও তাহণদের নিশান দিতে প্ৰতিমা স্বরূপ नाiनी মূৰ্ত্তি নিৰ্ম্মিত ছিল, এ প্রযুক্ত য়াহুদী লোকেরা তাহাঁদিগকে অতি কদৰ্য্য রূপে জ্ঞান করিত। আর অনুচিত স্থান শব্দেীতে রিরে। শালেম আর য়াহুদী লোকদের মন্দিরকে বুঝায়, কি না য়াহুদী লোকেরা সেই স্থান- । কে সূত্র পবিত্র জানিয়া, তাহাদের বিচারেতে অতি কদৰ্য্য যে রুমী লোকেরা, তন্নিশনাদির সহিত তাহদের সে স্থানে অইসন অনুচিত জ্ঞান করিলা ! অতএব এ কথার ভাব এই, যে যখন তোম: ) রুম লোকদের । সৈন্যেতে য়িরোশালেমকে আবৃত করিতে দেখিবা, – তথন জানিবা যে তাহোৱা য়াহুদী লোকদের উচ্ছিন্নকারী হইবে, অর্থাৎ, সেই সময়ে য়াহুদী লোকদের DDS KBB BDBD DBDDBSBD KK DS zBLJ L DDYYJ সৰ্বনাশ অবশ্য ঘটবে। গুণ ৷ ইহাতে কি শিক্ষা পাই ? উৎ । এই শিক্ষা পাই, যে খৃষ্ট যদি ইহাকালের সেই 39] উপস্থিত হইবামাত্র তাহাদিগকে অবিলম্বে পলায়ন করিতে আজ্ঞা দিলেন, তবে পর্যুকালের দুঃখ যে ঘোরতর নরক। তাই এড়াইবার জন্যে | ততোধিক শীঘু সকলের পলায়ন করা উচিত। ফল, | থীষ্ট। আপনি হইয়াছেন অশুয় স্থান, আর তঁহাতে। যে বিশ্বাস সেই হইয়াছে পলাইবার পথ ; অতএব |