পাতা:মার্ককর্তৃক রচিত মঙ্গল সমাচার কাব্যের প্রশ্নোত্তর ঘটিত টীকা পুস্তক.djvu/২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

°文● প্রাণু। ঐক্টের অ্যােঞ্জীর বৃক্ষ বিষয়ে শিষ্যদের কাছে কি দুষ্টান্ত কথা কহিলেন ? উত্তর । তিনি এই কহিলেন, যে সেই বৃক্ষের শাখা যখন কোমল হয়, এবং তাহার পত্ৰ তোমরা যখন বাহির হইতে দেখ, তথন তোমরা জানি, যে গ্রীষু সময় সন্নিকট হইল ; তেমনি আমার উক্ত ঐ সকল ঘটনা তোエ| エ述a c可曾びマ ?tiぎさt。も2ra 5ifat (☆ 。 দুঃখ এৰ সৰ্ব্বনাশের সময় সন্নিকট আছে । ইহাতে কি শিক্ষা পাই ? এই শিক্ষা পাই, যে ভবিষ্যৎ, ঈশ্বরীয় বিচারের প্রতি আমাদের মনোযোগী হইয়া থাকার অবশ্যকতা আছে, এই হেতুক তন্ত্ৰ প্ৰতি চেতনাজনক যে সকল কথা শাস্ত্ৰে লিথিত আছে, মনোযোগ পূৰ্ব্বক সে সকল কথা শুৱণ করা আমাদের কৰ্ত্তব্য। দেখ, ঐ দুঃখ ও সৰ্বনাশ ঘটনের পূর্বকালীন চিহ্নের বিষয়ে খ্ৰীষ্ট অ্যাপন শিষ্যদিগকে নানা কথা কহিলেন । তাহারা সেই সাকল বিষয় জ্ঞাত হইয়াও যদি তাহাতে অমনোযোগী হাইত, তবে অপ্রস্তুত থকাতে অকস্মাৎ, সেই সময় আসিয়া তাহদের সাৰ্বনাশ ঘটাইতে পারিত ; তেমনি পর কাল বিষয়ে চৈতন্যজনক যে সকল শাট্রীয় কথা লিখিত আছে, আমরা যদি তা হাতে অমল নোযোগী হই, তবে অকস্মাৎ মৃত্যু আসিয়া অামাদিগকে গ্লাস করত পরলোকে লইয়া গিয়া সৰ্ব্বনাশ কৱিবে । প্র’। ভাল, খৃষ্ট এতদ্বিষয়ে আর কোন কথা কহিলেন কি না ?