পাতা:মার্ককর্তৃক রচিত মঙ্গল সমাচার কাব্যের প্রশ্নোত্তর ঘটিত টীকা পুস্তক.djvu/২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

NORR |- ভয়েতে সেই সময়ে উহারা ১ তৎচ কৰ্ম্ম করিতে ऐ3° | পারিল না | পশহর ও অথর্মীরি রুটীর যে পৰ্ব, তাহার বৃত্তান্ত কি? সেই পর্বের বৃত্তান্ত এই, যে গ্ৰীষ্টাৰ তারের এক হাজার পাঁচ শত বৎসরের পূৰ্বে মিসর দেশের রাজা কর্তৃক অন্যায়েতে য়িহুদী লোকদের পূর্ব পুরুষের তাদেশে বদ্ধ হইলে ঈশ্বর মোশােহদ্বারা তাহাদিগকে মুক্ত করিতে সেই রাজাকে আজ্ঞা দিলেন, কিন্তু সে তাহা করিল না; এই হেতুক ঈশ্বর শেষে তাহাকেও তাহার অনেক প্রজাকে নষ্ট করিয়া অলৌকিক কৰ্ম্মদ্বারা তাহাদিগকে মুক্ত করিয়া দিলেন । এবং সেই -- মুক্তি করণ সময়ে তৎপর্বের স্থাপন হইল, এ প্রযুক্ত 한 1 VÄGo | তাহারা সেই মোচনের স্মরণার্থে ঈশ্বরের আজ্ঞানুষ ক্রমে প্রতি বৎসর সময়ানুসারে তাহা প্রতিপালন কিরিত | এই কথাতে কি কোন শিক্ষা পাই । হা, দুইটী শিক্ষা পাই । প্রথম এই, দেখ, য়িহুদী লোকদের তাবৎ পৰ্বের মধ্যে পশহা পৰ্ব বিশেষ পৰ্ব ছিল, যে হেতক সেটা তাহদের প্রতি ঈশ্বরীয় অনুগ্রহ স্মরণের সময় ; অতএব সেই সময়ে পারমার্থিক ক্রিয়াতেই কাল ক্ষেপণ করিয়া বিশেষ রূপে নমুমনা ও দয়া ব্যান্য হওয়া তাহদের কৰ্ত্তব্য । আর তাহারা যদি উচিত মতে সেই পৰ্ব পালন করিত, তবে সেটা তাহাদের দুষ্কৰ্ম্ম করিবার বাৰ্থক অবশ্য হইত; কি না। অন্য সময়ে যদিও দুষ্কৰ্ম্ম করিত, অথচ সে সময়ে কদাচ করিত না, কিন্তু তাহাদের সেই চেষ্টা দ্বারা নিশ্চয়