পাতা:মার্ককর্তৃক রচিত মঙ্গল সমাচার কাব্যের প্রশ্নোত্তর ঘটিত টীকা পুস্তক.djvu/৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՓՀԳ শালমের নিকটে বেগুনীয়া নামে এক গ্রামে গমন করত শীমোন নামে এক ব্যক্তি যে পূৰ্বে কুণ্ঠী ছিল, তাহার ঘরেতে ভোজনে বসিলেন । প্ৰ’ । সেই লোকের ঘরেতে তাহার ভোজন করাতে কি বোধ হয় ? -- উ” । এই বোধ হয়, যে সে ব্যক্তি অকৃতজ্ঞ লোক ছিল না, কেননা থ্রীষ্ট আগ্নে তাহার কুণ্ঠ ভাল করিয়া তাহাকে নীরোগী করিয়াছিলেন, তৎ, প্রযুক্ত তাহার প্রতি তাহার প্রেম থাকাতে সে তাঁহাকে নিমন্ত্ৰণ করিয়াছিল । ফল, খৃষ্টের প্রতি অকৃতজ্ঞ হওয়া বড় পাপ, এই মত জানিয়া যাহারা তাহা হইতে পারমার্থিক বিষয়ে কোন উপকার পাইয়াছে, তাহারা সে পাপ না করিয়া ব্যর প্রার্থনাদ্বারা আপনাদের অন্তঃকরণ রূপ গৃহে আসিতে তাহাকে নিমন্ত্ৰণ করিবে ; এবং লোকদের পরম সৌভাগ্যের বিষয় এই, যে সেইমত প্রার্থনা করিলে তিনি তাহদের অন্তঃকরণে অবশ্য স্থিতি করত। তাহাদিগকে ভোজন পানাদি রূপ আহ্বান্দ আমোদ সুখ দিবেন। প্রাণী | ভাল, সে ঘরেতে ভোজন করণসময়ে কি ২ ঘটিল ? উ% ৷ এক স্ত্রীলোক আসিয়া একটা সমীরণ প্রস্তরের কোটাতে অতি দুর্লভ জটামাণসী তৈল সঙ্গে লইয়া সে স্থানে আগমন করত কৌটা খুলিয়া তাহার মস্তকে ঢালিয়া ब्लि | প্রত্ন । ইহাতে কি বোধ হয় ? উ” । এই বোধ হয়, যে তাহার প্রতি ঐ স্ত্রীর অতিশয় ভক্তি ছিল, এই হেতুক সে ঐ কৰ্ম্ম করিল। ফল, যাহার