পাতা:মার্ককর্তৃক রচিত মঙ্গল সমাচার কাব্যের প্রশ্নোত্তর ঘটিত টীকা পুস্তক.djvu/৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

NOR থ্রীষ্টের প্রতি প্রেম করে, তাহদের আচরণদ্বারা সেটা | অবশ্য প্রকাশ হইবে ; অতএব আমরাও যেন তাহাতে তদনুরূপ প্রেম করিয়া সে প্রেম সকলের সাক্ষাতে প্রকাশ করিতে লজ্জিত না হই, এই বাসনা পূৰ্বক তচেষ্টায় থাকা আমাদের কৰ্ত্তব্য। প্র” । নিমন্ত্ৰিত লোকেরা সেই স্ত্রীকে তাহার উপর তৈল ঢালিতে দেখিয়া মনেং বিরক্ত হইয়া কি কহিলি ? উৎ | এই কহিল, যে ও তৈলের এমত অপব্যয় কেন হইল ? সে তিন শত সিকি হইতেও অধিক মূল্যে বিক্রীত হইয়া দরিদু লোকদিগকে বিতরণ হইতে পারিত, এৰণ তাহার প্রতিও তাহারা কচুকচি করিতে লাগিল। প্র” । খৃষ্ট তাঁহাদের কােছ কচি শুনিয়া কি কহিলেন ? উ০ কহিলেন, যে উহাকে থাকিতে দেও, কেন ব্যস্ত করিাতেছ? সেতো আমার উপরে একটা সূকৰ্ম্ম করিয়াছে, কেননা দরিদ্রের সতত তোমাদের নিকটে থাকে, এবং যখন ইচ্ছা করি তখন তোমরা তাহাদের উপকার করিতে পার; কিন্তু আমি তোমাদের নিকট সত্যত থাকি না । প্ৰ’ । ইহাতে কি শিক্ষা পাই ? উ০। এই শিক্ষা পাই, যে গুীষ্টেতে বিশ্বাসকেরা কোন প্র কারে ভক্তিভাবে তাঁহার সেবা করিলে তৎ প্রযুক্ত । কেহ যদি তাহাদিগকে নিন্দ করে কিম্বা দোষ দেয়, তবে তিনি আপনি মনোযোগী হইয়া সেই দোষদায়কদিগকে প্রত্যুত্তর দিবেন। ফল, অতি সামান্য কৰ্ম্ম হইলেও তৎ, কৰ্ম্মকরণের মূল যদি বিশ্বাসও প্রেম হয়, তবে তিনি সে কৰ্ম্ম গ্রাহ্য করিয়া সেটা কারকদের । প্রশংসার বিষয় ইহা জানাইয়া দিবেন।