পাতা:মার্ককর্তৃক রচিত মঙ্গল সমাচার কাব্যের প্রশ্নোত্তর ঘটিত টীকা পুস্তক.djvu/৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

NON). রূপ স্থূলি দিয়া সৎ পথ বলিয়া তাহাদিগকে নরকের পথে প্রবৃত্তি জন্মাইতেছে। প্রি” । খৃষ্ট কহিলেন, যে এই স্ত্রী আমার দেহের কবর দেও নাৰ্থে এ কৰ্ম্ম করিয়াছে, এই কথার অর্থ কি? উক্ত । ইহার কিছু নিগূঢ়াৰ্থ আছে। ফল, য়িহুদী লোকদের স। এমত একটা ধারা ছিল, যে মনুষ্য মরিলে পর তাহার হণ শবকে তৈল মর্দন করাইত; কিন্তু খৃষ্টের পুনরুত্থান হওয়াতে তাহার উপর সে কৰ্ম্ম করিবার সঙ্গতি হইবে না, তিনি পূৰ্বে ইহা জানিয়া এবং তাঁহার মৃত্যুর সময় সন্নিকট হইয়াছে ইহা তাহাদিগকে বুঝাইবার। জন্যে সঙ্কেত ক্রমে এ কথা কহিলেন । প্রাঙ্গা ইহাতে আমরা কি জানিতে পারি ? উৎ | এই জানিতে পারি, যে মনুষ্য মাত্রেরই অতি | চলি ভয়ানক যে মুক্তৃত্যু, খৃষ্ট তাহা হইতে কিছুই ভীত ছিল | সময়ত লেন না । ফল, মৃত্যুর হুল হইয়াছে পাপ, আমরাও তােত সকলে পাপী, এই হেতুক আমাদের সেটা ভয়াজনক হয়; কিন্তু তঁহতে পােপাভাৱ প্ৰযুক্ত সেটা তাহার ভয়ানক না হইয়া বর০ সহজ হইল ; অতএব তিনি তদ্বিষয়ে ঐ মত সুিগ্ধ ভাবে কথা কহিলেন । প্রতি । ভাল, প্রধান যাজকেরা ও অধ্যাপকেরা তাহাকে ধরিতে কোন সন্ধান পাইল কি না ? উত্স । হা পাইল, যেহেতুক য়িহুদাহ, য়িসূরিও জীয় নামে তাহার এক শিষ্য বিশ্বাসঘাতকী হইয়। তাহাদের নিকটে আঁহাকে ধরাইয়া দিল । প্র”। সে তাহার নিজ শিষ্য হইয়া। এমত দুষ্কৰ্ম্ম কেন করিলে ?