পাতা:মার্ককর্তৃক রচিত মঙ্গল সমাচার কাব্যের প্রশ্নোত্তর ঘটিত টীকা পুস্তক.djvu/৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

NSDONON) তাহাকে একে২ বলিতে লাগিল, যে সে কি আমি ? সেকি আমি ? তিনি তাহাদিগকে উত্তর করিয়া কহিলেন, সে দ্বাদশের মধ্যে এক জন বটে, যে আমার সঙ্গে পাত্ৰে হাত ডুবাইতেছে। যেমত উপহার বিষয়ে লিপি আছে, তদনুসারে মনুষ্যপুত্র অবশ্য চলেন, কিন্তু যাহার দ্বারা মনুষ্যপুত্র পর হস্তগত হন, সেই মানুষ্যের সন্তাপ হইবে ; সে জনের ভাগে বরঞ্চ তাহার জন্ম না হওয়াও ভাল ছিল । পরে তাহারী: খাইতে ২ খ্রিস্তু ৰুটী লাইলেন, ও আশীৰ্বাদ করিয়া তাহা ভাঙ্গিলেন, এব” তাহাদিগকে দিয়া কহিলেন, লও, খাও, এই আমার শরীর। পরে তিনি বাটী ধরিলেন, এবং স্তব করিয়া তাহাদিগকে দিলেন, ও তাহার। সকলে তা হাতে পান করিল। তখন তিনি ১ তাহাদিগকে কহিলেন, এই নূতন নিয়ম দৃঢ়কারী আমার রক্ত যে অনেকের কারণ পাত হয় । সত্যু আমি তোমাদিগকে কহি, আমি দুক্ষারস অ্যারিবার পান করিব না, যদিবস পৰ্য্যন্ত আমি ঈশ্বরের রাজ্যেতাহী নূতন না খাই। অনন্তর এক গীত গাইলে পরে তাহারা বাহিরাইয়া জৈতুন পৰ্বতে গেল। পরে গ্নিপ্ত তাহাদিগকে বলিলেন, এই রাত্ৰিতে তোমরা