পাতা:মার্ককর্তৃক রচিত মঙ্গল সমাচার কাব্যের প্রশ্নোত্তর ঘটিত টীকা পুস্তক.djvu/৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8. ও সেই দ্রাহ্মজ্জারস অ্যাপন রক্ত বলিয়া থাইতে ও পান করিতে কহিলেন, ইহা দ্বারা তিনি তাহাদিগকে এই জানাইয়া দিলেন, যে সকলের পাপের ভার তাহার উপরে দত্ত হইয়া তন্ডারেতে তিনি চুণায়মান। হইবেন, এবং তৎপাপমোচনার্থে প্রায়শ্চিত্ত রূপে তিনি অ্যাপন রক্ত পাত করিতে প্রবৃত্ত হইলেন। ফল, তিনি ত্ৰাণকৰ্ত্তার পদে নিযুক্ত হইয়া তাঁহাকে যে সকল কৰ্ম্ম করিতে হইল, সেই সকল কৰ্ম্ম তাহার রক্ত। পাতেতে সিদ্ধ হইৰে; এৰন্ত সেই রক্ত তাহদের ত্ৰাণের মূল কারণ হইয়াছে। এপ্রযুক্ত উহারা আঁহার সঙ্গে নিতান্তই স্বৰ্গীয় সূর্থ প্রাপ্ত হইৰে, ইহা তাহাদিগকে। বুঝাইবার নিমিত্তে আরো কহিলেন, যে এ থান অবধি আর আমি দ্রাক্ষারস পান করিব না, যদিবস পৰ্য্যন্ত তোমাদের সঙ্গে ঈশ্বরের রাজ্যে তাঁহা নূতন না থাই। প্ৰ’ । যা বুৎ পৰ্য্যন্ত ঈশ্বরের রাজ্যেতে নূতন না থাই তাবৎ । পৰ্য্যন্ত তোমাদের সঙ্গে দ্রাক্ষারস আর থাইব না, এই কথা যে খৃষ্ট কহিলেন ইহাতে কি বুঝায়, যে | স্বগেতে ভোজন পানাদি অাছে ? উৎ । না, এমত বুঝা যায় না ; আঁহার ঐ উক্ত কথা দ্বারা এই মাত্র বুঝায়, যে তিনি সেই সময়ে আপন শিষ্যদিগকে ছাড়িয়া যাইতে প্রবৃত্ত হইলেন, এই প্রযুক্তি তাহারা তাহার সঙ্গে থাকিয়া পূৰ্বের মত সুখ না পাইলেও, অথচ শেষে স্বগে যাইয়। তাহার সহিত প্রেমালাপ পূর্বক চিরকাল বাস করত তৎস্থানের প্রকৃত স্থা ও বৈভব প্রচুর রূপে ভোগ করিবে ; ফল দুষ্টান্তানুৰ সারে দশ জন একত্র বসিয়া ভোজন পানাদি বিশেষতঃ দ্রাক্ষারস পানিপদে অন্তঃকরণের প্রফুল্লতা ও ।