পাতা:মার্ককর্তৃক রচিত মঙ্গল সমাচার কাব্যের প্রশ্নোত্তর ঘটিত টীকা পুস্তক.djvu/৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

NOSN) আপনার পনরুথানের কথা উপস্থিত করিয়া কহিলেন, যে আমার উত্থান হইলে পরে আমি তোমাদের আগ্নে গালিলীতে যাইব । ) | গুণ । ঐ কথা শুনিয়া শিষ্যেরা কি উত্তর দিল । উ" | সকলেই কহিল, যে তাহার বিষয়ে উহারা বাধিত হইবে না, বিশেষতঃ পিতার নামে এক জন অতি সাহসে বলিল, যে আমি যদি তোমার সঙ্গে মারি তথ্যাচ তোমার বিষয়ে বাধিত হইব না, এব০ কোন ক্ৰমে তোমাকে অস্বীকার করিব না ; কিন্তু খৃষ্ট তাহাকে উত্তর করিলেন, যে অদ্য রাত্ৰিতে কঙ্কটের দ্বিতীয় ডাকের পূৰ্বে তুমি আমার বিষয়ে বাঁধিত হইয়া তিন বার আমাকে অস্বীকার করিব, এবং গুীষ্টের কথানুরূপ সে ব্ৰাধিত হইয়া সেই মত করিল। প্র’ | এই কথাতে কি শিক্ষা পাই ? উৎ | এই শিক্ষা পাই, যে খুঁীষ্টের গৌরবের অংশ পাইতে অনেকের ইচ্ছা আছে, কিন্তু তৎ প্রাপণে অবশ্য সহ্য যে দুঃখ তাহাতে উহারা বাধিত হয়। ফল, পরীক্ষাতে পড়িতে তত্ত্বারা আমরা পরাজিত না হইয়া যে নিদোষী থাকিব। এমত কথা বলা আমাদের অতি অনুচিত, বরং অ্যাপনাদিগকে শক্তিহীন জানিয়া ঈশ্বরের নিকটে এই প্রার্থনা করা কীৰ্ত্তব্য, যে পরীক্ষাতে পড়িলে তিনি যেন আমাদিগকে রক্ষা করেন, এবং কোন বিষয়ে বাধিত না হইয়া স্ত্রীষ্টের পশ্চাদ গমন করিতে তিনি যেন আমাদিগকে সৰ্বমত প্রকারে শক্তি দেন । = == =டா