পাতা:মার্ককর্তৃক রচিত মঙ্গল সমাচার কাব্যের প্রশ্নোত্তর ঘটিত টীকা পুস্তক.djvu/৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

1 ܚ চতুৰ্দশ অধ্যায়ের ৩২ পদ অববি ৪২ পদ পৰ্য্যন্ত । পরে তাহারা গথশোমনী নামে এক স্থানে আইলে তিনি আপনি শিষ্যদিগকে বলিলেন ; } তোমরা এইক্ষণে বসিয়া থােক, যাবৎ আমি পুর্থন। করি। এবং পিতরকে ও য়াকোবকে ও য়োহনকে | সঙ্গে লইয়া গিয়া তিনি অত্যন্ত বিস্মিত ও ব্যাকুল চিত্ত হইতে লাগিলেন, এব? তাহাদিগকে কহিলেন, । আমার প্রাণ মৃত্যুকালের ন্যায় শোকাবৃত হইয়াছে, - তোমরা এখানে জাগ্ৰহ হইয়া থাক। পরে কিঞ্চিৎ ৷ দূরে অগ্রসর হুইয়া তিনি ভূমিতে উবুড় হুইয়া পড়িলেন, ও প্রার্থনা করিলেন, যে যদি তাহা হইতে | পারে, তবে এই সময় আমাহইতে যেন খণ্ডিয়া যায়। এব” তিনি কহিলেন, হে আব্বাপিতঃ, সকলি । তোমার সাধ্য, এই বাটী আমার নিকট হইতে দূর কর; তথাপি আমার ইচ্ছামত না হইয়া তোমারই ইচ্ছামত হউক । পরে তিনি আসিয়া তাহাদিগকে নিদ্রিত দেখিয়া পিতরকে কহিলেন,যে হে সীমোন, ভূমি নাকি শয়ন করিতেছি? তুমি কি এক দণ্ড মাত্র সচেতন থাকিতে পারিল না ? সচেতন থাকিয়া প্রার্থনা করাহ, যেন পরীক্ষার মধ্যে তোমাদের