পাতা:মার্ককর্তৃক রচিত মঙ্গল সমাচার কাব্যের প্রশ্নোত্তর ঘটিত টীকা পুস্তক.djvu/৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

NO86 প্রবেশ না হয় ; আত্মা উদযুক্ত বটে, কিন্তু শরীর অশক্ত। এবং পুনৰ্বার তিনি যাইয়া পূৰ্বৰূপ কথা কহিয়া প্রার্থনা করিলেন। পরে তিনি ফিরিয়া আসিয়া তাহাদিগকে নিদ্ৰিত দেখিলেন, কেননা তাহাদের চক্ষু ঢুল২ ছিল, এবং তাঁহাকে কি উত্তর দিবে, তাহা তাহারা জানিল না। অতঃপরে তিনি তৃতীয় বার আসিয়া তাহাদিগকে কহিলেন, এখন তোমরা শয়ন করিয়া বিশ্রামে থাক; সাঙ্গ হুইয়াছে, সময় আসিয়াছে; দেখি, মনুষ্যপুত্ৰ পাপি লোকদের হস্তগত হইয়াছেন। উঠ, আমরা চলিয়া যাই ; দেখ, যে জন আমাকে পরহস্তগত করে সেই উপস্থিত হুইল । প্রশ্মি। খ্ৰীষ্ট গৰ্থশোমনী নামে এক স্থানে গিয়া কি করিলেন ? উত্তর । শিষ্যাদিগকে বলিলেন, যে তোমরা এ স্থানে বসিয়া থাকে, যাবৎ অামি প্রার্থনা করি ; এবং পিতরকে ও য়াকোবকে ও য়োহনকে সঙ্গে লইয়া গিয়া তিনি অত্যন্ত বিস্মিত ও ব্যাকুলচিত্ত হইতে লাগিলেন, এব• তাহাদিগকে কহিলেন, অামার প্রাণ মৃত্যুকালের ন্যায় শোকাবৃত হইয়াছে, তোমরা এই ক্ষণে জাণুৎ श्। थiद । গুরু । তিনি আর ২২ শিষ্যদিগকে ছাড়িয়া সেই তিন জন কেই কেন সঙ্গে লইয়া গেলেন ?