পাতা:মার্ককর্তৃক রচিত মঙ্গল সমাচার কাব্যের প্রশ্নোত্তর ঘটিত টীকা পুস্তক.djvu/৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

N8 করিবে, তখন কি পৰ্য্যন্ত দুঃখ না হইবে, তাহা বলা Ti a প্র” । খৃষ্ট প্রার্থনার পর শিষ্যদের নিকটে আসিয়া কি দেখিতে পাইলেন ? উ• । তিনি তাহাদিগকে জাগুৎ থাকিতে কহিয়া গিয়াছিলেন, কিন্তু আসিয়া সকলকে নিদ্রিত দেখিলেন, এই হেতুক তুমি কি শয়ন করিতেছি? পিতরকে ধমকাইয়া এই কথা কহিলেন ; এবং উহারা যেন পরীক্ষাতে পরাজিত না হয়, এই নিমিত্তে সচেতন থাকিয়া প্রার্থনা করিতে কহিলেন । প্রতি । ইহাতে কি শিক্ষা পাই ? উৎ। দুইটা শিক্ষা পাই। প্রথম এই, যে কেহ আপনার দুৰ্বলতা জানে না ; অতএব কোন বিষয়ে আত্মাশ্লাঘা করা উচিত নয় । যে হেতুক কেহ যদি প্রথমতঃ আপনাকে নির্দোষী রূপে আত্মশাঘা করিয়া পশ্চাৎ দোষের কৰ্ম্ম করে, তবে সেই শুঘা প্রযুক্ত তদোষ তাহার অধিক নিন্দাস্বল্পদ হইবে। দেখা, গুীষ্টের শিষ্যেরা সকলেই নিদ্রিত ছিল বটে, কিন্তু পিতার সকলহইতে আত্মশ্লাঘনী হওয়াতে খৃষ্ট অন্য শিষ্যদিগকে কিছু না বলিয়া কেবল তাহাকেই ধমক রূপে কহিলেন, যে হে পিতর, তুমি নাকি শয়ন করিতেছি ? দ্বিতীয়, কোন বিশেষ দুঃখ কিম্বা বিশেষ পরীক্ষা উপস্থিত হইলে সেই সময়ে আমাদের বিশেষ রূপে প্রার্থনা করাও সচেতন থাকা কৰ্ত্তব্য ; কিন্তু শয়তানের এই চেষ্টা, যে আমরা যেন সেই সময়ে নিদ্রাগ্রস্তু