পাতা:মার্ককর্তৃক রচিত মঙ্গল সমাচার কাব্যের প্রশ্নোত্তর ঘটিত টীকা পুস্তক.djvu/৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

M08 FN কিম্বা অন্য মনস্ক হইয়া থাকি । অতএব শয়তানের সেই চেষ্টা বিষয়ে সাবধানে থাকা উচিত, যে হেতুক দুঃথই বা হউক, পরীক্ষাই বা হউক, যে কিছু হয় না। BYSBDBB D Y DBLBLJJDBD D DDBDDBS প্রার্থনাতে থাকি, তবে সে সকল আমাদের কিছুই ক্ষতি করিতে পারে। 51 প্র০। ভাল, শিষ্যেরা ঐ ধমকানী শুনিয়া কি করিল ? উ০ । খ্ৰীষ্ট পুনৰ্বার প্রার্থনা করিতে গেল, উহারা আরবার নিদ্রিত হইল ; পরে তিনি প্রার্থনা করিয়া পুনরায় আইলেন, কিন্তু তখন তাহারা তাহাকে কি উত্তর हिद उiश्1 ऊiनिब्न मा । প্ৰণ্ড । ইহাতে কি শিক্ষা পাই ? উe । তিনটা শিক্ষা পাই । প্রথম এই, যে আমাদের পুনঃং প্রার্থনা করা কৰ্ত্তব্য, কি না প্রার্থনীয় বস্তু যাবৎ না পাই তাবৎ তাহাতে ক্ষান্ত না হইয়া আরবার প্রার্থনা করা উচিত। দ্বিতীয়, খৃষ্টা জ্ঞা পালন বিষয়ে তাহার শিষ্যদের নানা দোষ আছে, কিন্তু তিনি যদি অসীম দয়াবান না। হইতেন, তবে কদাচি তাহদের দোষের সহিষ্ণু হইতে পারিতেন না | তৃতীয়, তাহার শিষ্যেরা যেমন নিদ্রা দোষেতে উমাহার নিকটে নিরুত্তর হইল, তেমনি দুষ্ট লোকেরা শেষ দিনেতে তাহদের দুষ্কর্মের বিষয়ে জিজ্ঞাসিত হইলে নিরুত্তর থাকিবো ; এব? তাহারা কু কৰ্ম্ম করণ প্রিযুক্ত আঁহার কোপাগ্নিতে পড়িয়া বিনষ্ট হইবে । প্র’। ভাল, শিষ্যেরা নিদ্রিত হওন বিষয়ে খৃষ্ট কর্তৃক বান্ধত হইয়া জাগ্রত থাকিল কি না ?