পাতা:মার্ককর্তৃক রচিত মঙ্গল সমাচার কাব্যের প্রশ্নোত্তর ঘটিত টীকা পুস্তক.djvu/৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

N86. উ। না, তিনি তৃতীয় বার প্রার্থনা করিতে গেলেন, এবং ফিরিয়া আসিয়া তাহাদিগকে পুনরায় নিদ্রিত দেথিয়া কহিলেন, এখন তোমরা শয়ন করিয়া বিশ্বামে থাক, সাঙ্গ হইয়াছে, সময় আসিতেছে ; দেখি, । মানুষ্যের পুত্ৰ পাপি লোকদের হস্তগত হইয়- ] 〔エ| প্র’ ! এই কথাতে কি বুঝায় ? উত্স । দুইটী বুঝায়। প্রথম এই, যে লোক সকলকে সচেতন করিবার | নিমিত্তে অনেক চেতনাজনক কথা শাস্ত্ৰে লিখিত আছে ; তাহারা যদি তদৃঢ়াৱা সচেতন না হয়, তবে । উহারা আপনাদের পাপ রূপ নিদ্রাতে ত্যক্ত হইবে । দেখ দেখি, খ্রীষ্ট শিষ্য দিগকে দুইবার নিদ্রাহ ইতে জাগাইয়। তৃতীয় বার নিদ্রাগত পাইয়া শয়ন করিয়া বিশাম করিতে কহিলেন । ফল, পাপ রূপ নিদ্রা হইয়াছে সৰ্ব্বনাশের হেতু, অতএব শাস্ত্ৰোক্তি শুনিয়া তাহা হইতে জগৎ থাকা আমাদের উচিত। দ্বিতীয়, গুীষ্টের শত্ৰুৱা তাঁহাকে ধরিতে অনেক বার চেষ্টা করিয়াছিল,তথাপি পরিল না; কিন্তু সাঙ্গ হইয়াছে, সময় আসিতেছে, তিনি তাহদের হস্তগত হইবার পূৰ্বে এই ২ কথা কহাতে নিশ্চয় জানা যাইতেছে, যে সকলি তা হার অধীন ছিল ; যে হেতুক যাবৎ পৰ্য্যন্ত সময় না হইল, তাবৎ পৰ্য্যন্ত উহার কিছুই করিতে পারিল না ; কিন্তু তাঁহার কৰ্ম্ম সাঙ্গ হইয়া সময় উপস্থিত হইলে, তিনি ইচ্ছা পূৰ্ব্বক ধরা দিলেন । প্রতি । এই সকল কথাতে কি জানা যায় ?