পাতা:মার্ককর্তৃক রচিত মঙ্গল সমাচার কাব্যের প্রশ্নোত্তর ঘটিত টীকা পুস্তক.djvu/৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

NOGS তাহারা তাঁহার উপর হাত দিয়া ধরিয়া লইল। পরে তাহার পার্শ্বস্থ লোকের মধ্যে একজন তলওয়ার ধারণ করিয়া মহা যাজকের চাকরের উপর ক্ষেপণ । করিয়া তাহার কর্ণচ্ছেদন করিয়া ফেলিল। তখন । খ্রিস্তু তাহাদিগকে উত্তর করিয়া কহিলেল, তোমরা BB SD DBDuD DBB BB BD DDD আমাকে ধরিতে আসিয়াছ? আমি প্রত্যহ মন্দিরের মধ্যে শিক্ষাইতে ২ তোমাদের সঙ্গে ছিলাম, । তথাচ তোমরা আমাকে ধরিয়া লইলা না ; কিন্তু গ্রন্থের পূর্ণ হওয়া আবশ্যক। তখন সকলে তঁহাকে ছাড়িয়া পলায়ন করিল। কিন্তু এক যুবক আপনি উলঙ্গ শরীরে এক খান কাপড় ফেলিয়া দিয়া তাহার পাছে২ চলিল; তাহাতে যুবকেরা তাঁহাকে ধরিল; কিন্তু সে কাপড় খান পরিত্যাগ কয়িয়া উলঙ্গ হইয় তাহদের নিকট হইতে পলাইয়া গেল । প্রশ্ন। যে জন আমাকে পরহস্তগত করে সে উপস্থিত হইল, থ্রীষ্ট এই কথা কহিবামাত্র কি ঘটিল ? উত্তর । তাঁথনিমাত্র দ্বাদশের মধ্যে য়িহদা নামে এক জন প্রধান যাজকদের ও অধ্যাপকদের ও প্রাচীন লোকদের নিকট হইতে তলওয়ার ও লাঠি ধারি মহা লোকারণ্য সঙ্গে করিয়া আসিয়া উপস্থিত হইল।