পাতা:মার্ককর্তৃক রচিত মঙ্গল সমাচার কাব্যের প্রশ্নোত্তর ঘটিত টীকা পুস্তক.djvu/৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

°全心 প্র”। তাহার সঙ্গি লোকেরা যেন থুষ্টকে চিনিতে পারে এ নিমিত্তে ঐ বিশ্বাসঘাতক ব্যক্তি তাহাদিগকে কোন চিহ্ন দেখাইয়া দিয়াছিল কি না ? উত্স । হা, সে কহিয়াছিল, যে আমি যাহাকে চুম্বন করিৰ সেই সে ব্যক্তি ; অতএব সে আসিবামাত্র গুরো ২ বলিয়া খ্ৰীষ্টকে চুম্বন করিল, এব০ তাহারা তৎক্ষণাৎ তাহার উপর হাত দিয়া ধরিয়া লইল । গুহ । ইহাতে কি বোধ হয় ? | উৎ | এই বোধ হয়, যে কাল্পনিকেরা দুষ্টর অগ্রগণ্য তাহদের অসাধ্য কিছুই নাই; যে হেতুক উহার নিৰ্ভয় ও নির্লজ্জ রূপে পাপ করিতে পারে। দেখ দেখি, এ কি আশ্চৰ্য্য বিষয়! ঐ ন্ত্রিদুয়ািট আঁহিয়ার সকল Nu NAN VW 9 অলৌকিক কৰ্ম্ম দেখিয়াও ঈশ্বরকে কিছুই ভয় না। করিয়া অতি নির্লজ্জ মুখে ৰন্ধু রূপে তাঁহাকে চুম্বন করিয়া তাৎ চিহ্নদ্বারা পরহস্তগত করিল ; কিন্তু যে যেমন পাপ করে তাহার তদনুরূপ প্রতিফল হইবেঃ এব০ কপটিরা ।নারকির মধ্যেও জঘন্য হইয়া অবশ্য বিশেষ রূপে তৎ, যন্ত্রণা ভোগ করিবে । গুণি ] উহারা এই মতে তাঁহাকে ধরিতে গেলে তিনি কি কহিলেন ? ) উ" | কহিলেন, যে তোমরা তলওয়ার ও লাঠি লইয়া চোৱা ধরিবার সদৃশ আমাকে ধরিতে আসিয়াছ? আমি প্রত্যহ মন্দিরের মধ্যে শিক্ষাইতে ২ তোমাদের মধ্যে ছিলাম, তথাচ তোমরা আমাকে ধরিয়া লইলা না ; কিন্তু গ্রন্থের পূর্ণ হইবার আবশ্যক আছে ।